Ajker Patrika

জাহাজে তেলের ট্যাংক বিস্ফোরণে শ্রমিক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
জাহাজে তেলের ট্যাংক বিস্ফোরণে শ্রমিক নিহত

নারায়ণগঞ্জে রূপগঞ্জে ডকইয়ার্ডে সংস্কার চলা একটি জাহাজে তেলের ট্যাংক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নুরুজ্জামান (২৯) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন শহিদুল ও ইউনুস নামে আরও দুই শ্রমিক। আজ বুধবার সকালে উপজেলার দড়িকান্দা এলাকায় সাংহাই-৮ নামের একটি জাহাজে এই দুর্ঘটনা ঘটে। জাহাজটি রূপগঞ্জের কিং ফিশার ডকইয়ার্ডে সংস্কার করার জন্য আনা হয়েছিল।

নিহত শ্রমিক নুরুজ্জামান ঢাকার উত্তর শ্যামলী এলাকার বাসিন্দা। তিনি জাহাজে নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইউএস বাংলা হাসপাতালের কর্মকর্তা শাহজাহান।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল সাড়ে ৯টার দিকে জাহাজে কাজ করার সময় বিকট শব্দে তেলের ট্যাংক বিস্ফোরিত হয়। এতে নিহত হয় শ্রমিক নুরুজ্জামান। আহত হয় শহিদুল ও ইউনুস। পরে তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই বিষয়ে ঘটনাস্থলে যাওয়া রূপগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক শহিদুল ইসলাম খান বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। শুনেছি ইউএস বাংলা হাসপাতালে একজন শ্রমিক মারা গেছেন এবং দুজন আহত হয়েছেন। ওই শ্রমিকের মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত