Ajker Patrika

মাটি খুঁড়তে গিয়ে ব্রিটিশ আমলের ৯৮টি মুদ্রা উদ্ধার 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
মাটি খুঁড়তে গিয়ে ব্রিটিশ আমলের ৯৮টি মুদ্রা উদ্ধার 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে শত বছরের পুরোনো রৌপ্য মুদ্রা পাওয়া গেছে। আজ সোমবার সকালে উপজেলার তারাব পৌরসভার গন্ধর্বপুর এলাকা থেকে মুদ্রাগুলো উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, মুদ্রাগুলো এগুলো ১৯০৬ থেকে ১৯১৩ সালের। ধারণা করা হচ্ছে, ব্রিটিশ শাসনামলে ভারতীয় উপমহাদেশে এসব মুদ্রার প্রচলন ছিল। গবেষণাসহ তদন্তের জন্য এসব মুদ্রা হেফাজতে নিয়েছে পুলিশ।

গন্ধর্বপুর এলাকার বাসিন্দা নয়ন মাহমুদ বলেন, ‘আমাদের প্রতিবেশী তাদের পুরোনো বাড়ি ভেঙে নতুন বাড়ি তৈরির জন্য মাটি খুঁড়ছিলেন। শ্রমিকেরা সকালে কাজ শুরু করলে কিছুটা গভীরে কোদালের আঘাতে একটি মাটির পাত্র ফেটে যায়। পাত্রটি ওপড়ে আনতেই দেখা যায় বেশ কিছু পুরোনো মুদ্রা। সঙ্গে সঙ্গেই বাড়ির মালিকসহ অন্যান্যরা পুলিশকে খবর দিয়ে বিষয়টি জানায়। পুলিশ এসে মুদ্রাগুলো থানায় নিয়ে যায়।’

রূপগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক আব্দুল করিম বলেন, ‘এগুলো রৌপ্য মুদ্রা বলে ধারণা করা হচ্ছে। আমরা মুদ্রাগুলো থানা হেফাজতে নিয়েছি। এই বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত