‘আর কত গরিব হইলে সরকার সাহায্য করব’
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের জাবালুঙ্গা গ্রামের মৃত আবদুল খালেকের স্ত্রী হতদরিদ্র বিধবা রাশেদা খাতুন (২৮)। ভূমি ও গৃহহীন এই নারীর ভাগ্যে জোটেনি সরকারি ঘর-বাড়ি, বিধবাভাতা বা অন্য কোনো সহযোগিতা। শীর্ণদেহী অসহায় এই নারীর আশ্রয় এখন স্থানীয় এক শিক্ষকের গোয়াল ঘরে। তিনি এখন প্রশাসনের কাছে