কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে বলেও জানা গেছে।
গত কয়েকদিনের বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে কিশোরগঞ্জ হাওরাঞ্চলসহ ঘোরাউত্রা ও ধনু নদীতে পানি বেড়ে গেছে। এতে ডুবে গেছে হাওরের বেশিরভাগ ডুবো সড়ক ও ফেরিঘাট সংযোগ সড়ক। এ কারণে সড়ক ও জনপদ অধিদপ্তর হাওরাঞ্চলের তিন উপজেলার ৬টি ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে।
কিশোরগঞ্জের অষ্টগ্রামে খালে ডুবে তোয়াসিন মিয়া (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের খালপাড় গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
প্রকাশ্যে সড়কের ওপর দুলাল মিয়া নামে একজনকে কুপিয়ে রক্তাক্ত জখম করেন রনি মিয়া এবং একই সময় ফরিদ মিয়া নামে এক ব্যক্তিকে পিটিয়ে জখম করেছেন কায়েছ মিয়া— এই অভিযোগে কিশোরগঞ্জ সদর মডেল থানায় করা একটি এজাহার দায়ের করা হয়েছে।