Ajker Patrika

অষ্টগ্রামের বধ্যভূমিতে তৈরি হয়নি স্মৃতিফলক

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১১: ৪২
অষ্টগ্রামের বধ্যভূমিতে তৈরি হয়নি স্মৃতিফলক

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ২টি বধ্যভূমি রয়েছে। তবে স্বাধীনতার ৫০ বছরেও ওই দুই বধ্যভূমিতে নির্মিত হয়নি কোনো স্মৃতিফলক ও টানানো হয়নি শহীদের কোনো তালিকা। অবহেলিত বধ্যভূমি সংরক্ষণে প্রশাসনের কোনো উদ্যোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। তাঁদের দাবি মুক্তিযুদ্ধের শহীদদের যথাযথ সম্মান দেখাতে এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে দ্রুত এই বধ্যভূমিগুলো সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হোক। নির্মাণ করা হোক স্মৃতিফলক ও টানানো হোক বধ্যভূমিগুলোতে শহিদ হওয়া ব্যক্তিদের তালিকা।

খোঁজ নিয়ে জানা গেছে, অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের মেঘনা নদীর তীরে ইকুরদিয়া এবং দেওঘর ইউনিয়নের ধলেশ্বরী নদীর তীরের পাউনের কান্দি এলাকায় দুটি বধ্যভূমি রয়েছে। মুক্তিযুদ্ধকালে চলাকালে রাজাকার, আলবদর, আল শামস বাহিনীর সহযোগিতায় পাকিস্তানি হানাদার বাহিনী অষ্টগ্রাম উপজেলার ভিন্ন ইউনিয়নের নারী-পুরুষদের ধরে এনে এই দুই স্থানে নির্বিচারে হত্যা করে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৭১ সালের ৩ সেপ্টেম্বর ভোরে পাকিস্তানিরা ইকুরদিয়া গ্রামে আক্রমণ করে। এ সময় ইকুরদিয়া লঞ্চঘাটে ৪৯ জন হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষকে ধরে আনা হয়। পরে, তাঁদের গুলি করে হত্যা করা হয় এবং তাঁদের ঘরবাড়ি লুটপাট করে জ্বালিয়ে দেওয়া হয়। অন্যদিকে পাউনেরকান্দি বধ্যভূমিতেও নিরীহ মানুষদের ধরে এনে নির্মমভাবে হত্যা করা হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আফতাব বলেন, ‘প্রশাসনকে বারবার বলেও স্মৃতিফলক নির্মাণ ও বধ্যভূমি সংরক্ষণ করানো যাচ্ছে না। যখনই ১৪ ডিসেম্বর আসে, প্রশাসন উঠে পড়ে লাগে মোমবাতি প্রজ্বলনে। এর বেশি কিছু হয় না।’

মোবাইল ফোনে জানতে চাইলে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাঈদুল ইসলাম বলেন, ইতিমধ্যে শহীদের তালিকা সংরক্ষিত রয়েছে। বধ্যভূমিগুলোতে শহীদদের সম্মানে স্মৃতি ফলক নির্মাণের প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত