Ajker Patrika

শীতবস্ত্র পেলেন ১০০ শীতার্ত মানুষ

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৮: ৩০
শীতবস্ত্র পেলেন ১০০ শীতার্ত মানুষ

কিশোরগঞ্জের অষ্টগ্রামের খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের কলিমপুর গ্রামের ১০০ শীতার্ত মানুষের মধ্যে শীতের কাপড় বিতরণ করা হয়েছে। গতকাল রোববার স্থানীয় ছাত্র সংগঠন কলিমপুর কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এই কর্মসূচিতে অর্থায়ন করেন কলিমপুর গ্রামের প্রবাসী আরফান আলী।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল দুপুরে কলিমপুর বাজার এলাকার মাঠে ছাত্র সংসদের সভাপতি বেলাল ভূঁইয়ার সভাপতিত্বে এক সভায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়। সভায় বক্তব্য দেন, মোহাম্মদ আলী ভূঁইয়া, বাদশা মিয়া, আবুল হাশিম ভূঁইয়া, সমন আলী ভূঁইয়া, ওসমান গনি ব্যাপারী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলিমপুর কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ইমদাদুল হক মেহেদী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত