‘ছেলেকে পিটিয়ে মেরেছে আফসোস নেই, একটাই কষ্ট—নাতি জেলে যাচ্ছে’
ছেলেকে হত্যার ঘটনায় নাতি সৈকতকে পুলিশ আটক করেছে জানিয়ে তমিজ উদ্দিন বলেন, ‘আমার একটাই কষ্ট—একজন মাদকাসক্ত ছেলের জন্য আমার নিরপরাধ নাতি কারাগারে যাচ্ছে। সে আমার ছেলেকে পিটিয়ে মেরেছে, এ জন্য কোনো আফসোস নেই। এমন সন্তানের বাবা কোনো মানুষকে আল্লাহ যেন না করেন।’