শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে ময়লার ভাগাড় থেকে হাত-পা বাঁধা অজ্ঞাতনামা লাশের পরিচয় শনাক্ত হয়েছে। তাঁর নাম মো. রেজাউল করিম (৪০)। পেশায় পোশাকশ্রমিক। ৫ হাজার টাকা ছিনিয়ে নিতে তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে খুন করে পেশাদার অপরাধী চক্র।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল আজ শনিবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
নিহত রেজাউল নেত্রকোনা সদর উপজেলার দুর্গাশ্রম গ্রামের এছাক মুন্সির ছেলে। তিনি শ্রীপুরে থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন।
এ ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের শাহাদাত হোসেন শান্ত (২৫), উজিলাব গ্রামের নূরুল ইসলাম ওরফে পাগলা মামু (৫২) ও নেত্রকোনা সদরের টেংগা গ্রামের জুলহাস (৩৪)।
ওসি জয়নাল জানান, ৯ মার্চ সন্ধ্যায় শ্রীপুর পৌর শহরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ময়লার ভাগাড়ের মধ্যে কলাবাগানের ভেতরে একটি অর্ধগলিত লাশ পাওয়া যায়। এ ঘটনায় পুলিশ হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করে। এর ধারাবাহিকতায় হত্যার সঙ্গে চারজনের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। তাঁদের মধ্যে তিনজনকে গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়। সবাই পেশাদার সংঘবদ্ধ চক্রের সদস্য। তাঁদের বিরুদ্ধে শ্রীপুরসহ একাধিক থানায় মামলা রয়েছে।
ওসি বলেন, পোশাকশ্রমিক রেজাউল ২৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে মাধখলা থেকে গড়গড়িয়া মাস্টারবাড়ি বাজারের দিকে হেঁটে যাচ্ছিলেন। এ সময় সংঘবদ্ধ চক্রটি পথ রোধ করে তাঁর কাছে থাকা ৫ হাজার টাকা ছিনিয়ে নিতে চেষ্টা করে। তিনি বাধা দিলে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে গলায় গামছা পেঁচিয়ে মহাসড়কের পাশে ময়লার স্তূপের মধ্যে কলাবাগানে নিয়ে তাঁর মৃত্যু নিশ্চিত করে চলে যায়। লাশ উদ্ধারের পর অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা হয়। অভিযুক্তদের হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
গাজীপুরের শ্রীপুরে ময়লার ভাগাড় থেকে হাত-পা বাঁধা অজ্ঞাতনামা লাশের পরিচয় শনাক্ত হয়েছে। তাঁর নাম মো. রেজাউল করিম (৪০)। পেশায় পোশাকশ্রমিক। ৫ হাজার টাকা ছিনিয়ে নিতে তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে খুন করে পেশাদার অপরাধী চক্র।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল আজ শনিবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
নিহত রেজাউল নেত্রকোনা সদর উপজেলার দুর্গাশ্রম গ্রামের এছাক মুন্সির ছেলে। তিনি শ্রীপুরে থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন।
এ ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের শাহাদাত হোসেন শান্ত (২৫), উজিলাব গ্রামের নূরুল ইসলাম ওরফে পাগলা মামু (৫২) ও নেত্রকোনা সদরের টেংগা গ্রামের জুলহাস (৩৪)।
ওসি জয়নাল জানান, ৯ মার্চ সন্ধ্যায় শ্রীপুর পৌর শহরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ময়লার ভাগাড়ের মধ্যে কলাবাগানের ভেতরে একটি অর্ধগলিত লাশ পাওয়া যায়। এ ঘটনায় পুলিশ হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করে। এর ধারাবাহিকতায় হত্যার সঙ্গে চারজনের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। তাঁদের মধ্যে তিনজনকে গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়। সবাই পেশাদার সংঘবদ্ধ চক্রের সদস্য। তাঁদের বিরুদ্ধে শ্রীপুরসহ একাধিক থানায় মামলা রয়েছে।
ওসি বলেন, পোশাকশ্রমিক রেজাউল ২৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে মাধখলা থেকে গড়গড়িয়া মাস্টারবাড়ি বাজারের দিকে হেঁটে যাচ্ছিলেন। এ সময় সংঘবদ্ধ চক্রটি পথ রোধ করে তাঁর কাছে থাকা ৫ হাজার টাকা ছিনিয়ে নিতে চেষ্টা করে। তিনি বাধা দিলে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে গলায় গামছা পেঁচিয়ে মহাসড়কের পাশে ময়লার স্তূপের মধ্যে কলাবাগানে নিয়ে তাঁর মৃত্যু নিশ্চিত করে চলে যায়। লাশ উদ্ধারের পর অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা হয়। অভিযুক্তদের হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
গত ২৮ জুলাই নাট্যকলা বিভাগের শিক্ষক নিয়োগের লিখিত, মৌখিক ও প্রেজেন্টেশন পরীক্ষায় তারা উত্তীর্ণ হন। পরে নিয়ম অনুযায়ী ডোপ টেস্টে অংশ নিলে দুজনের শরীরে গাঁজা জাতীয় মাদকের উপস্থিতি মেলে।
৩ মিনিট আগেমুফিজুল হক সিকদার দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। শুক্রবার (৮ আগস্ট) আসরের নামাজের পর রাউজান উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নের ফতেহনগর গ্রামের ফতেহ মোহাম্মদ সিকদার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
৮ মিনিট আগেসুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থীসহ ৩ জনের প্রাণ কেড়ে নেওয়া ঘাতক বাসচালককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব। বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাকির আলম (৩৫) সিলেটের বিশ্বনাথের...
১ ঘণ্টা আগেমাদারীপুর সদর, রাজৈর, কালকিনি, শিবচর ও ডাসার উপজেলায় কাগজে-কলমে ১৭টি নদনদী থাকলেও বর্তমানে দৃশ্যমান ১০টি। এর মধ্যে পদ্মা, পালরদী, আড়িয়াল খাঁ, ময়নাকাটা, বিষারকান্দি ও কুমার নদ উল্লেখযোগ্য। এসব নদনদী ঘিরে জেলার ৫ উপজেলায় ৩৪টি স্লুইস গেট নির্মাণ করা হয়েছিল। এর মধ্যে ২৯টি পুরোপুরি অকেজো, আর বাকি ৫টিও
১ ঘণ্টা আগে