Ajker Patrika

৫ হাজার টাকা ছিনিয়ে নিতে খুন করা হয় পোশাকশ্রমিক রেজাউলকে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  
পোশাকশ্রমিক মো. রেজাউল করিম খুনের অভিযোগে গ্রেপ্তার তিনজন। ছবি: আজকের পত্রিকা
পোশাকশ্রমিক মো. রেজাউল করিম খুনের অভিযোগে গ্রেপ্তার তিনজন। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে ময়লার ভাগাড় থেকে হাত-পা বাঁধা অজ্ঞাতনামা লাশের পরিচয় শনাক্ত হয়েছে। তাঁর নাম মো. রেজাউল করিম (৪০)। পেশায় পোশাকশ্রমিক। ৫ হাজার টাকা ছিনিয়ে নিতে তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে খুন করে পেশাদার অপরাধী চক্র।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল আজ শনিবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

নিহত রেজাউল নেত্রকোনা সদর উপজেলার দুর্গাশ্রম গ্রামের এছাক মুন্সির ছেলে। তিনি শ্রীপুরে থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন।

এ ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের শাহাদাত হোসেন শান্ত (২৫), উজিলাব গ্রামের নূরুল ইসলাম ওরফে পাগলা মামু (৫২) ও নেত্রকোনা সদরের টেংগা গ্রামের জুলহাস (৩৪)।

ওসি জয়নাল জানান, ৯ মার্চ সন্ধ্যায় শ্রীপুর পৌর শহরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ময়লার ভাগাড়ের মধ্যে কলাবাগানের ভেতরে একটি অর্ধগলিত লাশ পাওয়া যায়। এ ঘটনায় পুলিশ হত্যার রহস্য উদ্‌ঘাটনে কাজ শুরু করে। এর ধারাবাহিকতায় হত্যার সঙ্গে চারজনের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। তাঁদের মধ্যে তিনজনকে গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়। সবাই পেশাদার সংঘবদ্ধ চক্রের সদস্য। তাঁদের বিরুদ্ধে শ্রীপুরসহ একাধিক থানায় মামলা রয়েছে।

ওসি বলেন, পোশাকশ্রমিক রেজাউল ২৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে মাধখলা থেকে গড়গড়িয়া মাস্টারবাড়ি বাজারের দিকে হেঁটে যাচ্ছিলেন। এ সময় সংঘবদ্ধ চক্রটি পথ রোধ করে তাঁর কাছে থাকা ৫ হাজার টাকা ছিনিয়ে নিতে চেষ্টা করে। তিনি বাধা দিলে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে গলায় গামছা পেঁচিয়ে মহাসড়কের পাশে ময়লার স্তূপের মধ্যে কলাবাগানে নিয়ে তাঁর মৃত্যু নিশ্চিত করে চলে যায়। লাশ উদ্ধারের পর অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা হয়। অভিযুক্তদের হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত