Ajker Patrika

শ্রীপুরে কারখানায় নিরাপত্তা প্রহরীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  
গাজীপুরের শ্রীপুরে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ইকোট্রিমস বাংলাদেশ লিমিটেড নামের কারখানায় ডাকাতির ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত
গাজীপুরের শ্রীপুরে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ইকোট্রিমস বাংলাদেশ লিমিটেড নামের কারখানায় ডাকাতির ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে একটি ইন্টারলাইনিং (কাপড়ের দুই স্তরের মধ্যে ব্যবহৃত) কারখানায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। সশস্ত্র ডাকাত দল সীমানাপ্রাচীর টপকে ভেতরে ঢুকে নিরাপত্তাকর্মীদের বেঁধে প্রায় ৩০ লাখ টাকার কেব্‌ল ও বৈদ্যুতিক যন্ত্রপাতি লুট করে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের বেকাসহরা এলাকায় ইকোট্রিমস বাংলাদেশ লিমিটেড কারখানায় ডাকাতির এ ঘটনা ঘটে।

কারখানার ব্যবস্থাপক (সাপ্লাই চেইন অ্যান্ড ওয়্যার হাউস) মিজানুর রহমান জানান, ৯ থেকে ১০ জনের একটি ডাকাত দল সীমানাপ্রাচীর টপকে ভেতরে ঢোকে। তারা ভেতরে দায়িত্বে থাকা তিন নিরাপত্তাকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। পরে কারখানাটির ইউটিলিটি ভবনের দুটি দরজার তালা ভেঙে অন্তত সাড়ে ৬০০ মিটার ৩০০ আরএম কেবল, ওয়েল্ডিং মেশিন ও বৈদ্যুতিক যন্ত্রপাতি পিকআপ ভ্যানে (ঢাকা মেট্রো-ন-১৯-৭৪৭৮) ভর্তি করে। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছার আগেই ডাকাত দল পালিয়ে যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পৌঁছে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে। আশা করছি, শিগগিরই লুণ্ঠিত মাল উদ্ধার ও ডাকাত দলটিকে শনাক্ত করে গ্রেপ্তার করতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত