Ajker Patrika

গাজীপুর সাফারি পার্ক: এবার একমাত্র লেমুর পরিবারটি উধাও

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  
আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১৩: ০০
লেমুর। ছবি: সংগৃহীত
লেমুর। ছবি: সংগৃহীত

গাজীপুর সাফারি পার্ক থেকে ম্যাকাউয়ের পর এবার তিনটি লেমুর চুরি হয়েছে। বেষ্টনীর জাল কেটে আফ্রিকান এই প্রাণী চুরি করে নেয় দুর্বৃত্তরা। এর ফলে বর্তমানে সাফারি পার্কটি লেমুরশূন্য হলো। দেশের কোনো সাফারি পার্কেও এই প্রাণী নেই বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে একের পর এক প্রাণী চুরির ঘটনায় গাজীপুর সাফারি পার্কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগেও পার্কটি থেকে দুটি ম্যাকাউ পাখি চুরি হয়েছিল।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. রফিকুল ইসলাম জানান, গত ২৩ মার্চ দিবাগত রাতে পার্ক থেকে আফ্রিকান তিনটি লেমুর চুরির হয়। চুরি হওয়া একটি লেমুর প্রাপ্তবয়স্ক ও দুটি শাবক। এ ঘটনায় ২৪ মার্চ সাফারি পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার মো. আনিসুল রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে শ্রীপুরে থানায় মামলা করেন। লেমুর চুরির বিষয়টি জানার পরপরই বন বিভাগের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৬ আগস্ট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পাচারকালে বেশ কিছু পশু-পাখি জব্দ করে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট। সেগুলোর মধ্যে এক জোড়া লেমুর ছিল। প্রাণীগুলো গাজীপুর সাফারি পার্কে হস্তান্তর করা হয়। পরে লেমুর জোড়া পার্কে দুটি শাবকের জন্ম দেয়। ২০২২ সালে একটি প্রাপ্ত বয়স্ক লেমুর মারা যায়। সেই থেকে একটি প্রাপ্তবয়স্ক লেমুর ও দুটি শাবকসহ তিনটি লেমুর পার্কে ছিল। বন বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, সাফারি পার্ক থেকে চুরি হওয়া তিনটি লেমুর ছাড়া দেশের কোথাও আর লেমুর নেই।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তার বলেন, ‘পার্ক থেকে তিনটি লেমুর চুরির ঘটনা ঘটেছে। প্রাণীগুলো উদ্ধারের কাজ করছে সংশ্লিষ্টরা। এ বিষয়ে মামলা করা হয়েছে। বিষয়টি বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করছে।’

লেমুর। ছবি: সংগৃহীত
লেমুর। ছবি: সংগৃহীত

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘তিনটি লেমুর চুরির ঘটনায় গাজীপুর সাফারি পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার মো. আনিছুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন। এ বিষয়ে পুলিশ কাজ করছে।’

প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা লেমুর সাধারণত আফ্রিকার মাদাগাস্কারে দেখতে পাওয়া যায়। এটি মাদাগাস্কারের প্রাইমেট গোত্রভুক্ত কিছু প্রাণীর সমষ্টিগত নাম। রাতের আঁধারে এদের মুখে আলো ফেললে অনেকটা ভূতের মতো দেখায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত