Ajker Patrika

নবজাতকের মৃত্যু, দায়িত্বে অবহেলার অভিযোগে স্বজনদের বিক্ষোভ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  
গাজীপুরের শ্রীপুরে নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ডায়াগনস্টিকের সামনে বিক্ষোভ করেন স্বজনেরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছবি: আজকের পত্রিকা
গাজীপুরের শ্রীপুরে নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ডায়াগনস্টিকের সামনে বিক্ষোভ করেন স্বজনেরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুর উপজেলায় মা ডায়াগনস্টিক সেন্টারে নার্স ও আয়া দিয়ে নরমাল ডেলিভারির পর এক নবজাতকের মৃত্যু হয়েছে। পরে দায়িত্বে অবহেলার অভিযোগ এনে রাতভর ডায়াগনস্টিকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও আহাজারি করেন নবজাতকের স্বজনেরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এরপর বিচারের আশ্বাস পেয়ে ভোররাতে হাসপাতাল ত্যাগ করেন স্বজনেরা।

আজ রোববার রাতে পৌরসভার শ্রীপুর গ্রামের মা ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। এদিকে নবজাতকের মৃত্যুর বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিভাগ। নিহত নবজাতকের মায়ের নাম সোনিয়া আক্তার (২৪)। তিনি শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আরিফুল ইসলামের স্ত্রী। সোনিয়া আরিফুল দম্পতি স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন।

নবজাতকের নানি অভিযোগ করে বলেন, নবজাতক পেটের ভেতরে উল্টো অবস্থায় থাকলেও সম্পূর্ণ সুস্থ ছিল বলে জানিয়েছেন চিকিৎসক। পরিবারের পক্ষ থেকে চারবার পরীক্ষা করানো হয়, কিন্তু মতিনুর বেগম মালা নরমাল ডেলিভারির সিদ্ধান্ত নেন এবং চিকিৎসার জন্য ৯ হাজার টাকা দাবি করেন। পরিবারের পক্ষ থেকে ৫ হাজার টাকা পরিশোধ করা হলেও বাকিটা পরে দেওয়ার আশ্বাস দেওয়া হয়।

নবজাতকের নানি আরও বলেন, ‘আমরা যদি জানতাম তারা নরমাল ডেলিভারি করাতে পারবে না, তাহলে সময়মতো হাসপাতালে নিয়ে সিজারিয়ান অপারেশন করাতাম। কিন্তু তারা আমাদের কোনো সুযোগ দেয়নি এবং নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে জোর করে প্রসব করিয়েছে। এর ফলে আমার নাতির মৃত্যু হয়েছে। নরমাল ডেলিভারি করানোর সময় হাসপাতালে কোনো ডাক্তার ছিল না। ডায়াগনস্টিকের নিজস্ব নার্স সুমাইয়া ও আয়া জরিনা মারজিয়া নরমাল ডেলিভারি করান। যার কারণে সঠিকভাবে ডেলিভারি করাতে পারেনি। ডেলিভারির সময় নবজাতককে টেনেহিঁচড়ে বের করার কারণে জন্মের পরপর তার মৃত্যু হয়েছে। আমরা এ ঘটনার সঠিক বিচার চাই।’

জানতে চাইলে মা ডায়াগনস্টিকের মালিক কথিত ডাক্তার মতিনুর বেগম মালা বলেন, ‘আমি মেয়েকে নিয়ে ঢাকায় একটি হাসপাতালে আছি। বিষয়টি হাসপাতাল থেকে আমাকে জানানো হয়েছে। নরমাল ডেলিভারি সাধারণত নার্স ও আয়া দিয়ে করানো হয়ে থাকে। এটা কোনো ফ্যাক্টর না। নরমাল ডেলিভারিতে আমাদের হাসপাতাল কর্তৃপক্ষের কোনো অবহেলা নেই।’ আপনি হাসপাতালে না থেকে কী করে এমন কাজ করালেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি ফোনে ফোনে পরামর্শ দিয়েছি।’ আপনি তো ডাক্তার নন, তবে কী করে প্যাডে ডাক্তার লেখেন, চেম্বার করেন কী করে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা জানা তো আপনাদের কাজ না।’

গাজীপুরের শ্রীপুরে নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ডায়াগনস্টিকের সামনে বিক্ষোভ করেন স্বজনেরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছবি: আজকের পত্রিকা
গাজীপুরের শ্রীপুরে নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ডায়াগনস্টিকের সামনে বিক্ষোভ করেন স্বজনেরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, বিষয়টি জানার পরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অভিহিত করা হয়। এরপর স্বাস্থ্য বিভাগের পক্ষে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার নামজুল হুদাকে প্রধান করা হয়েছে। কমিটির অন্য দুজন হলেন গাইনি বিশেষজ্ঞ আয়েশা সিদ্দিকা ও শাহরিনা নাসরিন।

স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরও বলেন, একজন মানুষ চিকিৎসক না হয়ে কোনোমতেই ‘ডাক্তার’ লিখতে পারেন না। মতিনুর বেগম মালা কোনোভাবেই ‘ডাক্তার’ লিখতে পারেন না। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট ডায়াগনস্টিক সেন্টার ও চিকিৎসকের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাউকে পায়নি। এ ঘটনায় নবজাতকের স্বজনদের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত