আয় কম, তাই রাতে ডাক্তার থাকে না হাসপাতালে
ডাক্তার না হয়েও দেখছেন রোগী, দিচ্ছেন টেস্ট, এমনকি আলট্রাসনোগ্রাফির মতো জটিল রোগ নির্ণয় পরীক্ষাও করছেন। সাভারের এক হাসপাতালে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট করছেন সবকিছু। শুধু তাই নয় রোগ নির্ণয় পরীক্ষার রিপোর্টও দিচ্ছেন তিনি।