এবার হাওরে হবে উড়ালসড়ক
হাওরবেষ্টিত কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম–এ তিন উপজেলাকে যুক্ত করে নির্মাণ করা হয়েছে প্রায় ৩০ কিলোমিটার সড়ক। কিন্তু কিশোরগঞ্জ সদর থেকে এ তিন উপজেলায় যেতে কোনো সড়কব্যবস্থা নেই। ফলে নৌকা বা ছোট ফেরিই একমাত্র ভরসা। তাই কিশোরগঞ্জের নাকভাঙা হয়ে মরিচখালি থেকে মিঠামইন পর্যন্ত ১৪ কিলোমিটার দৃষ্টিনন্