বাড়ছে মোটরসাইকেল চুরি
মসজিদের সামনে মোটরসাইকেল রেখে গত শুক্রবার মাগরিবের নামাজ আদায় করেন চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার বহদ্দার পাড়ার জহুর মিয়া। বের হয়ে দেখেন, তাঁর বাজাজ ডিসকোভার মডেলের মোটরসাইকেলটি উধাও। এ ব্যাপারে তিনি বোয়ালখালী থানায় সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করেছেন।