Ajker Patrika

বোয়ালখালীতে মহিষের আক্রমণে স্কুলছাত্র নিহত

প্রতিনিধি, বোয়ালখালী (চট্টগ্রাম)
আপডেট : ১৬ জুলাই ২০২১, ২১: ২৩
বোয়ালখালীতে মহিষের আক্রমণে স্কুলছাত্র নিহত

চট্টগ্রামের বোয়ালখালীতে মহিষের আক্রমণে কামরুল ইসলাম ইহাম (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। 

নিহত কামরুল শ্রীপুর এলাকার মোরশেদের ছেলে। 

নিহতের স্বজন সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল হক বলেন, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে শ্রীপুর নুরুল্লা মুন্সির হাটে গরু দেখতে যায় কামরুল। এ সময় এক ব্যবসায়ীর মহিষের আক্রমণে গুরুতর আহত হয় কামরুল। নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় কামরুল মারা যায়। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার ওসি মো. আবদুল করিম বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, মহিষটিকে আটক করার চেষ্টা চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত