বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভা নির্বাচনের ২ দিন পেরিয়ে গেলেও ভোটের ফলাফল জানতে পারেননি বলে অভিযোগ করেছেন ৩ জন ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী। ভোটের ফল জানতে চেয়ে আজ বুধবার দুপুরে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে আবেদন করেছেন তাঁরা।
লিখিত আবেদন করেছেন ৯ নম্বর ওয়ার্ডে টেবিল ল্যাম্প প্রতীকের কাউন্সিলর পদপ্রার্থী আমিনুল ইসলাম ও ঢেঁড়স প্রতীকের কাউন্সিলর পদপ্রার্থী মো. ইকবাল হোসেন তালুকদার এবং ৮ নম্বর ওয়ার্ডে উটপাখি প্রতীকের কাউন্সিলর পদপ্রার্থী মমতাজুল ইসলাম।
আবেদনকারী ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ইকবাল হোসেন বলেন, নির্বাচনের দিন কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দিয়ে প্রিসাইডিং অফিসাররা ভোট কেন্দ্রে দীর্ঘক্ষণ দেরি করে কোনো বুথের ফলাফল প্রকাশ না করে কেন্দ্র ত্যাগ করেন। এখনো পর্যন্ত ভোটের সঠিক ফলাফল জানতে পারিনি।
৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মমতাজুল ইসলাম বলেন, ভোট গ্রহণ শেষে প্রিসাইডিং অফিসারগণ আমার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে পরে ফলাফল না জানিয়ে কেন্দ্র ত্যাগ করে চলে যান। এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে গিয়েও সুরাহা পায়নি। ফলাফল জানতে প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবেন বলে জানান তিনি।
এ ব্যাপারে রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, ‘প্রার্থীরা আমার কাছে এসেছিলেন। তাঁদের আবেদন নির্বাচন অফিসে করার জন্য বলা হয়েছে।’
উল্লেখ্য গত ২০ সেপ্টেম্বর বোয়ালখালী পৌরসভার ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জহুরুল ইসলামকে বোয়ালখালী পৌরসভার মেয়র নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশন।
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভা নির্বাচনের ২ দিন পেরিয়ে গেলেও ভোটের ফলাফল জানতে পারেননি বলে অভিযোগ করেছেন ৩ জন ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী। ভোটের ফল জানতে চেয়ে আজ বুধবার দুপুরে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে আবেদন করেছেন তাঁরা।
লিখিত আবেদন করেছেন ৯ নম্বর ওয়ার্ডে টেবিল ল্যাম্প প্রতীকের কাউন্সিলর পদপ্রার্থী আমিনুল ইসলাম ও ঢেঁড়স প্রতীকের কাউন্সিলর পদপ্রার্থী মো. ইকবাল হোসেন তালুকদার এবং ৮ নম্বর ওয়ার্ডে উটপাখি প্রতীকের কাউন্সিলর পদপ্রার্থী মমতাজুল ইসলাম।
আবেদনকারী ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ইকবাল হোসেন বলেন, নির্বাচনের দিন কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দিয়ে প্রিসাইডিং অফিসাররা ভোট কেন্দ্রে দীর্ঘক্ষণ দেরি করে কোনো বুথের ফলাফল প্রকাশ না করে কেন্দ্র ত্যাগ করেন। এখনো পর্যন্ত ভোটের সঠিক ফলাফল জানতে পারিনি।
৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মমতাজুল ইসলাম বলেন, ভোট গ্রহণ শেষে প্রিসাইডিং অফিসারগণ আমার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে পরে ফলাফল না জানিয়ে কেন্দ্র ত্যাগ করে চলে যান। এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে গিয়েও সুরাহা পায়নি। ফলাফল জানতে প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবেন বলে জানান তিনি।
এ ব্যাপারে রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, ‘প্রার্থীরা আমার কাছে এসেছিলেন। তাঁদের আবেদন নির্বাচন অফিসে করার জন্য বলা হয়েছে।’
উল্লেখ্য গত ২০ সেপ্টেম্বর বোয়ালখালী পৌরসভার ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জহুরুল ইসলামকে বোয়ালখালী পৌরসভার মেয়র নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশন।
টাঙ্গাইলের নন্দীর বেতকা নিবাসী সৈয়দা শাহানা কায়সার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
২ মিনিট আগেমে দিবসের অনুষ্ঠান থেকে ফেরার পথে হবিগঞ্জের নবীগঞ্জে সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা শেখ সুজাত মিয়ার ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ জামিল মিয়া নামের এক হামলাকারীকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে। আজ বৃহস্পতিবার উপজেলার তিমিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
১০ মিনিট আগেমহান মে দিবসসহ সরকারি তিন দিনের ছুটিতে পর্যটনকেন্দ্র কুয়াকাটায় ভিড় করেছেন পর্যটকেরা। বুকিং রয়েছে কুয়াকাটার ৯০ শতাংশ হোটেল–মোটেল। বিক্রি বেড়েছে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে।
২৬ মিনিট আগেময়মনসিংহের মুক্তাগাছায় শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার রাতে উপজেলার ১ নম্বর দুল্লা ইউনিয়নের হরিরামপুরে এ ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে