Ajker Patrika

বাড়ছে মোটরসাইকেল চুরি

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১২: ৩৪
বাড়ছে মোটরসাইকেল চুরি

মসজিদের সামনে মোটরসাইকেল রেখে গত শুক্রবার মাগরিবের নামাজ আদায় করেন চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার বহদ্দার পাড়ার জহুর মিয়া। বের হয়ে দেখেন, তাঁর বাজাজ ডিসকোভার মডেলের মোটরসাইকেলটি উধাও। এ ব্যাপারে তিনি বোয়ালখালী থানায় সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করেছেন।

এর আগে গত ২ জুলাই পোপাদিয়া ইউনিয়নের হাওলা কুতুবিয়া মাদ্রাসার সামনে থকে আকুবদণ্ডী এলাকার সৈয়দ মোহাম্মদ মুসলিমের মোটরসাইকেল চুরি যায়। এ ছাড়া ৪ জুলাই পূর্ব গোমদণ্ডী মুজাহিদ চৌধুরী পাড়া নতুন জামে মসজিদের সামনে থেকে ১টি, ১৬ জুলাই ছনদণ্ডী বাদুরতলা এলাকা থেকে নুরুল ইসলামের ১টি ও কড়লডেঙ্গা ইউনিয়নের শেখ চৌধুরীপাড়া এলাকা থেকে সেহাব উদ্দিনের ১ টি, ২০ জুলাই মুজাহিদ চৌধুরী পাড়া মসজিদের সামনে থেকে ১ টি, ২৩ জুলাই জোটপুকুর পাড় এলাকা থেকে কপিল উদ্দীনের ১টি মোটরসাইকেল চুরি যায়।

গত তিন মাসে উপজেলার অন্তত অর্ধশতাধিক ব্যক্তি এমন ঘটনার শিকার হয়েছেন। তবে এসব চুরির ঘটনায় বোয়ালখালী থানায় মাত্র ৮টি সাধারণ ডায়েরি হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেছেন, চুরি যাওয়া মোটরসাইকেলগুলো উদ্ধারে কাজ করছে পুলিশ।

তিনি গত সোমবার আজকের পত্রিকাকে বলেন, মোটরসাইকেল চুরিসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। কিছুদিনের মধ্যে এসব চালু করা হবে। এতে মনিটরিংয়ের আওতায় আসবে পুরো উপজেলা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত