Ajker Patrika

খেতে দুলছে সোনালি ধান, খুশি কৃষক

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৩: ০৫
খেতে দুলছে সোনালি ধান, খুশি কৃষক

চট্টগ্রামের বোয়ালখালীতে খেতে দুলছে সোনালি আমন ধান। ফলন ভালো হওয়ার আশায় খুশি কৃষক।

উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বকুল বলেন, আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে ধান কাটা শুরু হবে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার ধানের ভালো ফলন হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আতিক উল্লাহ জানান, বোয়ালখালীতে আমন ধানের চাষ হয়েছে ৪ হাজার ৭৫০ হেক্টর জমিতে। এর মধ্যে ১ হাজার ১২১ হেক্টর জমিতে আগাম জাতের ধান চাষ করা হয়েছে। এ জাতের ধান ৯০ থেকে ১১০ দিনের মধ্যে ঘরে তোলা যায়। অন্য ধান চাষে সময় লাগে ১৪০ থেকে ১৫০ দিন।

আতিক উল্লাহ আরও বলেন, স্বল্প মেয়াদি ব্রি-৩৯,৪৯ ও ৮৭ এবং স্থানীয় পাইজাম জাতের ধানে ইতিমধ্যে পাকতে শুরু হয়েছে। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে এ ধান কাটা শুরু হবে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদি হাসান বলেন, কৃষকদের মধ্যে আগাম ধান চাষের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এতে অল্প সময়ে বেশি লাভবান হওয়া যায়। অতি বৃষ্টির কারণে ফসলের কিছুটা ক্ষতি হলেও লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত