প্রতিনিধি, বোয়ালখালী (চট্টগ্রাম)
প্রবাস থেকে ফিরে চাকরির জন্য নানা জায়গায় গিয়েছেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডীর মো. নেজাম উদ্দিন। এতে ব্যর্থ হয়ে চাষাবাদ ও মাছ চাষে মনোযোগী হন তিনি। এতেই ভাগ্য ফিরেছে তাঁর।
জীবিকার তাগিদে ২০০৮ সালে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে পাড়ি জমিয়েছিলেন নেজাম। সেখানে স্টোর কিপারের চাকরি করেন ৭ বছর। এর পর দেশে ফেরার পর নতুন করে ভিসা না পাওয়ায় আর বিদেশ যাওয়া হয়নি নেজামের। ২০১৬ সালে ৬০ শতক জায়গা ইজারা নিয়ে শুরু করেন চাষাবাদ। ১ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে খনন করেন পুকুর। শুরু করেন মাছ চাষ। সেই পুকুরের পাড়ে চাষ করেন লাউ, শিম, বেগুন, ঢেঁড়স ও পেঁপে।
গত বছরের অক্টোবর মাসে উপজেলা কৃষি অফিসের পরামর্শ ও সহযোগিতায় পেঁপে চাষের প্রদর্শনী শুরু করেন তিনি। ১৬০টি উন্নত ‘রেড লেডি’ জাতের পেঁপের চারা রোপণ করেন পুকুরের চারপাশে। ইতিমধ্যে ১ হাজার ১০০ কেজি পাকা পেঁপে বিক্রি করে আয় করেছেন ৭০ হাজার টাকা। আরও ৩ হাজার কেজির মতো পেঁপে এখন গাছে রয়েছে নেজামের।
তিনি বলেন, ‘দেশের অনেক জায়গায় চাকরির জন্য ধর্ণা দিয়েছি। কিন্তু পাইনি। এরপর ভগ্নিপতির কাছ থেকে ৬০ শতক জমি ইজারা নিয়ে চাষাবাদের কাজ শুরু করেছি। এখন মোটামুটি ভালোই আছি।’
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক উল্লাহ বলেন, এসএসিপি প্রকল্পের আওতায় ২০২০-২১ অর্থবছরে নেজামকে উন্নত জাতের পেঁপে চারা, সার ও সার্বিক সহায়তা দেয়া হয়।
প্রবাস থেকে ফিরে চাকরির জন্য নানা জায়গায় গিয়েছেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডীর মো. নেজাম উদ্দিন। এতে ব্যর্থ হয়ে চাষাবাদ ও মাছ চাষে মনোযোগী হন তিনি। এতেই ভাগ্য ফিরেছে তাঁর।
জীবিকার তাগিদে ২০০৮ সালে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে পাড়ি জমিয়েছিলেন নেজাম। সেখানে স্টোর কিপারের চাকরি করেন ৭ বছর। এর পর দেশে ফেরার পর নতুন করে ভিসা না পাওয়ায় আর বিদেশ যাওয়া হয়নি নেজামের। ২০১৬ সালে ৬০ শতক জায়গা ইজারা নিয়ে শুরু করেন চাষাবাদ। ১ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে খনন করেন পুকুর। শুরু করেন মাছ চাষ। সেই পুকুরের পাড়ে চাষ করেন লাউ, শিম, বেগুন, ঢেঁড়স ও পেঁপে।
গত বছরের অক্টোবর মাসে উপজেলা কৃষি অফিসের পরামর্শ ও সহযোগিতায় পেঁপে চাষের প্রদর্শনী শুরু করেন তিনি। ১৬০টি উন্নত ‘রেড লেডি’ জাতের পেঁপের চারা রোপণ করেন পুকুরের চারপাশে। ইতিমধ্যে ১ হাজার ১০০ কেজি পাকা পেঁপে বিক্রি করে আয় করেছেন ৭০ হাজার টাকা। আরও ৩ হাজার কেজির মতো পেঁপে এখন গাছে রয়েছে নেজামের।
তিনি বলেন, ‘দেশের অনেক জায়গায় চাকরির জন্য ধর্ণা দিয়েছি। কিন্তু পাইনি। এরপর ভগ্নিপতির কাছ থেকে ৬০ শতক জমি ইজারা নিয়ে চাষাবাদের কাজ শুরু করেছি। এখন মোটামুটি ভালোই আছি।’
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক উল্লাহ বলেন, এসএসিপি প্রকল্পের আওতায় ২০২০-২১ অর্থবছরে নেজামকে উন্নত জাতের পেঁপে চারা, সার ও সার্বিক সহায়তা দেয়া হয়।
সাংবাদিক মো. ফজলে রাব্বি বলেন, `আমরা পেশাগত দায়িত্ব থেকে তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছি। এ মামলা হয়রানিমূলক এবং সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা। অবিলম্বে এই হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
৭ মিনিট আগে৫ মিনিট ২১ সেকেন্ডের ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শনিবার রাত ৯টার দিকে বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে ভ্যানের ওপর শোয়া রুপলাল ও প্রদীপ লাল। ভ্যানটির তিন দিকে পুলিশ সদস্য। পুলিশ সদস্যরা হাত তুলে বাঁশিতে ফু দিয়ে লোকজনকে নিবৃত্ত করার চেষ্টা করছে। এতেই হৈ-চৈ বেড়ে যায়। পুলিশের সামনেই রুপলাল-প্রদীপকে মারধর শুর
১৩ মিনিট আগেপানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, সকালে ৬টায় পানির উচ্চতা ছিল ৫২ দশমিক ২২ মিটার, যা ছিল বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে। সকাল ৯টার দিকে কিছুটা কমে তা এসে দাঁড়ায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে। বিপৎসীমা অতিক্রম করায় ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেয়া হয়েছে।
৩৭ মিনিট আগেসরেজমিনে জানা যায়, থানচিতে মোট চারটি গণশৌচাগার রয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত দুটি শৌচাগার ব্যবসায়ীরা ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। একটি শৌচাগার বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে এবং আরেকটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে।
৪১ মিনিট আগে