একটিমাত্র শ্রেণিকক্ষ, মেঝেতে বসে চলছে পাঠদান
রাঙামাটির কাপ্তাই সদর ইউনিয়নের ভাঙ্গামুড়া, আড়াছড়ি মৈন ও তাইতংছড়া পাড়ায় প্রায় ১৩০ পরিবারের বাস। এসব পরিবারের শিশুদের পড়ালেখার জন্য ভাঙ্গামুড়া এলাকায় স্থাপিত একমাত্র প্রাথমিক বিদ্যালয়টি দেড় দশকেও জাতীয়করণ না হওয়ায় এখন বন্ধের উপক্রম।