Ajker Patrika

সম্মেলনের দুই মাস পার ঘোষণা হয়নি কমিটি

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ০২ মার্চ ২০২২, ১৮: ৩০
সম্মেলনের দুই মাস পার ঘোষণা হয়নি কমিটি

রাঙামাটির কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সম্মেলন গত বছরের ডিসেম্বরে আড়ম্বরভাবেই অনুষ্ঠিত হয়। এরপর দুই মাস পেরিয়ে গেলেও এখনো কমিটি ঘোষণা করেনি জেলা সংগঠন। এ নিয়ে উপজেলা নেতা-কর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। কেন্দ্রীয় অনেক কর্মসূচি মাঠপর্যায়ে বাস্তবায়ন হচ্ছে না বলে জানান নেতা-কর্মীরা। তবে উপজেলা আওয়ামী লীগ নেতারা সময় দিতে না পারায় কমিটি ঘোষণা আটকে আছে বলে জেলা ছাত্রলীগের দাবি।

এদিকে ২০১৯ সালের ২৬ জুলাই সম্মেলন হলেও রাঙামাটি কলেজ ছাত্রলীগের কমিটি প্রায় ৩ বছরে দিতে পারেনি জেলা কমিটি।

ডিসেম্বরে উপজেলা পরিষদ মিলনায়তনে বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার। সম্মেলনে জেলা, উপজেলা আওয়ামী লীগের নেতাসহ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সাধারণ মো. মাকসুদুর রহমান মামুন জানান, ‘সম্মেলনের দুই মাস সময় পার হওয়ার পর এখনোও উপজেলা কমিটি ঘোষণা না করায় দলের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করতে অসুবিধা হচ্ছে। নেতৃত্বের অভাবে সাংগঠনিক কার্যক্রম এলোমেলো হচ্ছে।’

কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন জানান, ‘যেহেতু সামনে জাতীয় নির্বাচন, তাই এই মুহূর্তে উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে হবে।’

উপজেলা ছাত্রলীগের বিদায়ী কমিটির সভাপতি এম নুর উদ্দিন সুমন বলেন, ‘রাঙামাটি জেলা ছাত্রলীগের অদক্ষতার কারণে রাঙামাটি জেলা, ১০টি উপজেলা ও দুটি পৌর কমিটির রাজনীতি ধ্বংসের পথে। ২০১৯ সালের ২৬ জুলাই সম্মেলন হয়েও রাঙামাটি কলেজ ছাত্রলীগের কমিটি এখনো দিতে পারেনি জেলা কমিটি। দ্রুত সম্মেলনের মাধ্যমে জেলা ছাত্রলীগের নতুন নেতৃত্ব সৃষ্টি করে সংগঠনকে বাঁচানোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে কাপ্তাই উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণারও দাবি জানাই।’

বিদায়ী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আলিব রেজা লিমন বলেন, ‘গত বছরের ২৮ ডিসেম্বর আমরা সফলতার সঙ্গে উপজেলা সম্মেলন শেষ করেছি, কিন্তু জেলা কমিটি এখনো কী কারণে উপজেলা কমিটি ঘোষণা করে নাই, তা আমি বলতে পারছি না।’

জানতে চাইলে জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল জব্বার সুজন গত সোমবার সকালে মোবাইল ফোনে জানান, ‘কাপ্তাই ছাত্রলীগের সম্মেলন শেষ করে উপজেলা আওয়ামী লীগের নেতা ও বিদায়ী ছাত্রলীগ কমিটির সঙ্গে বসি, যেহেতু উপজেলা কমিটি করতে গেলে ওই উপজেলার আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতাদের সঙ্গে সমন্বয় করতে হয়। কিন্তু তাঁরা সময় দিতে পারেন নাই বলে দেরি হলো। তবে আমরা শিগগিরই কাপ্তাই উপজেলা কমিটি ঘোষণা করতে যাচ্ছি।’

জানতে চাইলে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী মোবাইল ফোনে জানান, ‘জেলা ছাত্রলীগ নেতাদের সঙ্গে কথা হয়েছে। আশা করছি দ্রুততার সঙ্গে কাপ্তাই উপজেলা কমিটি ঘোষণা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত