Ajker Patrika

উক্যনুর ছড়ানো আলোয় আলোকিত মুরালিপাড়া

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৭: ২৪
উক্যনুর ছড়ানো আলোয় আলোকিত মুরালিপাড়া

বছর দু-এক আগেও যাঁর নিজের ঘরেই ছিল না বিদ্যুতের আলো; এখন তিনি নিজেই ‘আলো’ ছড়াচ্ছেন পুরো পাড়ায়। কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের মুরালিপাড়ার উক্যনু মারমা এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন। পুরো পাড়ার মধ্যে এবার একমাত্র তিনিই এমন সফলতা পেয়েছেন। দারিদ্র্যকে ছাপিয়ে তাঁর এমন অর্জনে উচ্ছ্বসিত পাড়াবাসীও।

উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের মুরালি পাড়ার মংসুই অং মারমা ও নাংসাপ্রু মারমার বড় ছেলে উক্যনু মারমা। এ বছর প্রকাশিত এইচএসসি পরীক্ষায় কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছেন কিনি।

মঙ্গলবার তাঁর বাড়িতে কথা হয় উক্যনুর সঙ্গে। তিনি বলেন, আমার বাবা একজন দরিদ্র কৃষক। অভাবের সংসার আমাদের। সব সময় নিজের সব চাহিদা বাবা পূরণ করতে পারে না। খুব কষ্ট করে পড়াশোনা করতে হয়েছে আমাকে। এসএসসিতে এ প্লাস না পাওয়ায় মনে জেদ চাপে যেভাবে হোক এইচএসসিতে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করব। এ জন্য এবার আমি জিপিএ-৫ পেয়েছি।’

কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ বেলাল চৌধুরী জানান, উক্যনু খুব গরিব ঘরের সন্তান। সব শিক্ষকেরা তাঁকে সব সময় সহায়তা করেছে। দারিদ্র্যকে জয় করে উক্যনুর এই ফলাফল সবার জন্য অনুকরণীয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত