কাপ্তাই ও রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটির রাজস্থলী উপজেলার বান্দরবান সীমান্তবর্তী এলাকায় দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে। এ ঘটনায় অন্তত তিন জন নিহত এবং দুই জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে গোলাগুলির খবর নিশ্চিত করলেও হতাহতের ব্যাপারে কোনো তথ্য দিতে পারেনি পুলিশ।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম ও রাজস্থলী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সালেহ গোলাগুলির খবর নিশ্চিত করেছেন। তাঁরা জানান, ঘটনাস্থল অত্যন্ত দুর্গম। সেখানে পুলিশের একটি দলকে পাঠানো হয়েছে। তারা ফিরে এলে বিস্তারিত জানানো যাবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজস্থলীর গাইন্দা ইউনিয়নের বান্দরবান জেলার সীমান্তবর্তী কেচিং পাড়া এলাকায় আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে মগ লিবারেশন আর্মির একদল সশস্ত্র সন্ত্রাসী বান্দরবান থেকে রাঙামাটিতে প্রবেশ করে। এ সময় কেচিং পাড়ারের গভীর অরণ্যে উঁচু পাহাড় থেকে পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর অপর একটি আঞ্চলিক গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা ব্রাশ ফায়ার শুরু করে। উভয়পক্ষ গোলাগুলিতে লিপ্ত হয়। এতে তিনজন নিহত ও দুই সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় একাধিক সূত্র।
হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে। স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ ঘটনায় জামছড়ির থাংকুই পাড়ার অং থোয়াই মারমা (৪৫) নিহত হয়েছেন। তাঁর বাবার নাম থুই খয় মিং মারমা। নিহত অং থোয়াই মারমা এমএনপির গাইড ছিলেন বলে জানা গেছে।
রাজস্থলীর ২ নম্বর গাইন্দা ইউনিয়নের চেয়ারম্যান পুচিংমং মারমা বলেন, ‘আমরা স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি শুনেছি। তবে ঘটনাস্থল অত্যন্ত দুর্গম এলাকায় এবং সেটি বান্দরবান সীমানায় পড়েছে। আমার ইউনিয়নে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি।’
রাঙামাটির রাজস্থলী উপজেলার বান্দরবান সীমান্তবর্তী এলাকায় দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে। এ ঘটনায় অন্তত তিন জন নিহত এবং দুই জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে গোলাগুলির খবর নিশ্চিত করলেও হতাহতের ব্যাপারে কোনো তথ্য দিতে পারেনি পুলিশ।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম ও রাজস্থলী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সালেহ গোলাগুলির খবর নিশ্চিত করেছেন। তাঁরা জানান, ঘটনাস্থল অত্যন্ত দুর্গম। সেখানে পুলিশের একটি দলকে পাঠানো হয়েছে। তারা ফিরে এলে বিস্তারিত জানানো যাবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজস্থলীর গাইন্দা ইউনিয়নের বান্দরবান জেলার সীমান্তবর্তী কেচিং পাড়া এলাকায় আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে মগ লিবারেশন আর্মির একদল সশস্ত্র সন্ত্রাসী বান্দরবান থেকে রাঙামাটিতে প্রবেশ করে। এ সময় কেচিং পাড়ারের গভীর অরণ্যে উঁচু পাহাড় থেকে পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর অপর একটি আঞ্চলিক গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা ব্রাশ ফায়ার শুরু করে। উভয়পক্ষ গোলাগুলিতে লিপ্ত হয়। এতে তিনজন নিহত ও দুই সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় একাধিক সূত্র।
হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে। স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ ঘটনায় জামছড়ির থাংকুই পাড়ার অং থোয়াই মারমা (৪৫) নিহত হয়েছেন। তাঁর বাবার নাম থুই খয় মিং মারমা। নিহত অং থোয়াই মারমা এমএনপির গাইড ছিলেন বলে জানা গেছে।
রাজস্থলীর ২ নম্বর গাইন্দা ইউনিয়নের চেয়ারম্যান পুচিংমং মারমা বলেন, ‘আমরা স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি শুনেছি। তবে ঘটনাস্থল অত্যন্ত দুর্গম এলাকায় এবং সেটি বান্দরবান সীমানায় পড়েছে। আমার ইউনিয়নে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি।’
রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মার পানি। ফুলে-ফেঁপে ওঠা পদ্মার পানি বিভাগীয় এই শহরের বিপৎসীমা থেকে মাত্র ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় শহরের টি-বাঁধে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সরিয়ে নিতে বলা হয়েছে দোকানপাট।
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা করেছে ডিবি পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে খুলনার সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায়।
২ ঘণ্টা আগের্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘আমরা এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছি। র্যাব বিলুপ্ত হবে কি না এ নিয়ে চিন্তাভাবনা করছি না। এটি সরকার দেখবে।’
২ ঘণ্টা আগেসিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
৩ ঘণ্টা আগে