Ajker Patrika

প্রথমবার অংশগ্রহণ করেই শতভাগ পাস

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ১৩
প্রথমবার অংশগ্রহণ করেই শতভাগ পাস

প্রথমবারের মতো এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে পার্বত্যাঞ্চলে সেরার স্থান দখল করেছে কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ। মোট ১০৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছেন সবাই। আর জিপিএ-৫ পেয়েছেন ৪০ শিক্ষার্থী।

এদিকে কর্ণফুলী সরকারি কলেজ থেকে ৫৬৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পশ করেছেন ৪৫৫ জন। গড় পাসের হার ৮০ দশমিক ৬৭ শতাংশ।

কাপ্তাই নৌ বাহিনী স্কুল অ্যান্ড কলেজ উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম বলেন, ‘এ বছর আমাদের প্রতিষ্ঠান থেকে সর্বমোট ১০৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাস করেছেন। ৪০ জন জিপিএ-৫ অর্জন করেছেন। যা পার্বত্যাঞ্চলে সর্বোচ্চ।’

উপাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম এ ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আমরা স্কুল শাখার মতো কলেজ শাখাতেও তিন পার্বত্য জেলায় নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছি। ভবিষ্যতে চট্টগ্রাম বোর্ডেও আমরা নিজেদের একটি স্থান তৈরি করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’

প্রতিষ্ঠানের অধ্যক্ষ কমান্ডার এম নূরে আলম ছিদ্দিকী বলেন, ‘কলেজের এ ফলাফলে আমরা অত্যন্ত আনন্দিত। এ কৃতিত্বে আমি সকল শিক্ষার্থী, অভিভাবক ও সর্বোপরি শিক্ষকদের অভিনন্দন জানাচ্ছি। আমরা ভবিষ্যতেও এই ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখার সর্বাত্মক চেষ্টা করব।’

কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী জানান, এ বছর সর্বমোট ৫৬৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৪৫৫ জন। গড় পাসের হার ৮০ দশমিক ৬৭ শতাংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত