সৌদিতে চাকরিচ্যুত হয়ে দেশে ফিরে ছাদ বাগান, ফল ধরেছে ত্বীনে
করোনাকালে চাকরিচ্যুত হন সৌদিপ্রবাসী মুকবুল মিয়া। উপায় না পেয়ে ফিরে আসেন কুমিল্লার তিতাস উপজেলার উত্তর আকালিয়া গ্রামে; শুরু করেন ছাদ বাগান। তাঁর ত্বীন গাছে ফল ধরতে শুরু করেছে। তাঁর ছাদ বাগানে ত্বীন ছাড়াও বারমাসি আম, সুপার টেন পেয়ারা, বারিফোর টমেটো, বীজহীন বড়ই, মাল্টা, সফেদা, লেবু, এলাচ ও আদা।