Ajker Patrika

উড়ে আসা বালুতে অতিষ্ঠ যাত্রীরা, ট্রাক জব্দ

প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২১, ১২: ৫৫
উড়ে আসা বালুতে অতিষ্ঠ যাত্রীরা, ট্রাক জব্দ

তিতাস (কুমিল্লা) : তিতাস উপজেলায় বিভিন্ন সড়কে বেপরোয়াভাবে চলছে বালুবাহী ট্রাক। আর ট্রাক থেকে শুকনো বালু উড়ে গিয়ে চোখেমুখে পড়ছে অন্যান্য যানবাহনের যাত্রী ও পথচারীদের। বেশ কিছুদিন ধরেই চলছে এই অবস্থা। এ নিয়ে অতিষ্ঠ যাত্রীদের অভিযোগ পেয়ে শুক্রবার ব্যবস্থা নিয়েছে পুলিশ। আজ সকালে থানা এলাকা থেকে বালিবাহী একটি ট্রাক জব্দ করে তিতাস থানার পুলিশ। অবশ্য চালকের অনুনয়–বিনয়ে পরে ছেড়ে দেওয়া হয়। 

তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন, কয়েক দিন ধরে ফেসবুকে বিভিন্নজনের অভিযোগ পাচ্ছি যে তিতাস থানা এলাকায় বালুবাহী খোলা ট্রাকগুলো থেকে বাতাসের সঙ্গে বালু উড়ে গিয়ে পথচারী ও ছোট যানবাহনের যাত্রীদের চোখেমুখে পড়ছে। বিষয়টি নজরে আসার পর বালু পরিবহনে নিয়োজিত ট্রাকচালকদের বালু পরিবহনের সময় ট্রাকের ওপর ত্রিপল দিয়ে ঢেকে নিতে বলা হয়।

ওসি বলেন, আজ এক ট্রাকচালক নির্দেশ অমান্য করে বালু পরিবহন করায় বালুভর্তি ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসা হয়। ওই চালক বলেন, দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। এখনো পুরোপুরি সুস্থ হননি। ঘরে খাবার নেই, সন্তানদের মুখের দিকে তাকিয়ে ট্রাক নিয়ে বের হয়েছিলেন। পুলিশের নির্দেশনার কথা তাঁর জানা ছিল না। ভবিষ্যতে আর এ ভুল করবেন না বলে অঙ্গীকার করলে মানবিক বিবেচনায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত