Ajker Patrika

সৌদিতে চাকরিচ্যুত হয়ে দেশে ফিরে ছাদ বাগান, ফল ধরেছে ত্বীনে

প্রতিনিধি, তিতাস (কুমিল্লা) 
সৌদিতে চাকরিচ্যুত হয়ে দেশে ফিরে ছাদ বাগান, ফল ধরেছে ত্বীনে

করোনাকালে চাকরিচ্যুত হন সৌদিপ্রবাসী মুকবুল মিয়া। উপায় না পেয়ে ফিরে আসেন কুমিল্লার তিতাস উপজেলার উত্তর আকালিয়া গ্রামে; শুরু করেন ছাদ বাগান। 

দেশে ফিরে ঢাকার গাজীপুর থেকে ত্বীন ফলের চারা সংগ্রহ করেন মকবুল। সেই গাছে কলম করে এখন চারার সংখ্যা ৮ থেকে ১০ টি। তাঁর ত্বীন গাছে ফল ধরতে শুরু করেছে। তাঁর ছাদ বাগানে ত্বীন ছাড়াও বারমাসি আম, সুপার টেন পেয়ারা, বারিফোর টমেটো, বীজহীন বড়ই, মাল্টা, সফেদা, লেবু, এলাচ ও আদা। 

মুকবুল মিয়া বলেন, সৌদি আরবে থাকতেই ইউটিউব দেখে ছাদ বাগান করার আগ্রহ হয়। করোনাকালীন সময়ে কোম্পানি আমাকে চাকরিচ্যুত করে। আমি বাড়িতে এসে ছাদবাগান শুরু করি। 

ঠিকমতো পরিচর্যা করতে পারলে ছাদ বাগান করে বাণিজ্যিকভাবে আয় করা সম্ভব বলে মনে করেন মকবুল। তবে উপজেলা কৃষি অফিস থেকে তিনি পরামর্শ ছাড়া তেমন কিছু পাননি। 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালাহ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, মূলত সবজি চাষিদের সরকার নানা সুযোগ-সুবিধা দিচ্ছে। ছাদ বাগানীদের সহযোগিতা করার সুযোগ আমাদের নেই। তবে ওনারা যদি আসেন তাহলে আমরা বিভিন্ন রোগবালাই মোকাবিলা এবং বাগান পরিচর্যার বিষয়ে পরামর্শ দিয়ে থাকি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত