Ajker Patrika

অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজির ভিডিও ভাইরাল, পরে ওয়ারড্রবের ভেতর থেকে গ্রেপ্তার

প্রতিনিধি, তিতাস (কুমিল্লা) 
আপডেট : ০৯ আগস্ট ২০২১, ১৭: ১৮
অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজির ভিডিও ভাইরাল, পরে ওয়ারড্রবের ভেতর থেকে গ্রেপ্তার

ফেসবুকে ভাইরাল অস্ত্রধারী চাঁদাবাজকে পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে কুমিল্লা ডিবি ও তিতাস থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে চাঁদাবাজ সাগরকে ঢাকার মাতুয়াইলের একটি বাসার ওয়ারড্রবে লুকিয়ে থাকা অবস্থায় গ্রেপ্তার করে। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মুরাদনগর (সার্কেল) মীর আবিদুর রহমান। সাগর উপজেলার শাহপুর গ্রামের হাবুল ব্যাপারীর ছেলে। 

গতকাল রোববার বিকেলে শাহপুরে পল্লি চিকিৎসক সামসুল হুদার দোকানে ঢুকে পিস্তল ঠেকিয়ে নগদ উনচল্লিশ হাজার টাকা নেন সাগর (৩৫)। আরও দুই লাখ টাকা দিতে হবে বলে হুমকি দিয়ে যান। এই ঘটনার ভিডিও ফেসবুকে পোস্ট করেন পল্লি চিকিৎসক সামসুল হুদা। লাইভে এসে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়ে কান্নায় ভেঙে পড়েন। ঘটনাটি দ্রুত ভাইরাল হলে রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক মহল থেকে নিন্দার ঝড় ওঠে। 

অতিরিক্ত পুলিশ সুপার মুরাদনগর (সার্কেল) মীর আবিদুর রহমান রহমান বলেন, আমরা ঘটনাটি ফেসবুকে দেখার পরপরই তথ্য প্রযুক্তি এবং সোর্সের মাধ্যমে সাগরের অবস্থান নিশ্চিত হই। রাতেই কুমিল্লার ডিবির টিমসহ তিতাস থানা-পুলিশ নিয়ে অভিযানে যাই। আজ সোমবার শেষ রাতের দিকে সাগরকে ঢাকার মাতুয়াইল এলাকার একটি বাসায় ওয়ারড্রবে লুকিয়ে থাকা অবস্থায় গ্রেপ্তার করতে সক্ষম হই। তিতাসে এনে জিজ্ঞাসাবাদ করলে স্বীকারোক্তি অনুযায়ী তাঁর নিজ ঘরের তোশকের নিচ থেকে দুই রাউন্ড গুলি ভর্তি একটি দেশীয় পিস্তল ও কিছু মাদক উদ্ধার করি। সাগরের নামে অস্ত্র, মাদক ও অন্যান্য আটটি মামলা রয়েছে। 

ভুক্তভোগী সামছুল হুদা বলেন আমি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞ। সাগর গ্রুপের হাত থেকে আমার পরিবারের নিরাপত্তা চাচ্ছি। তাঁদের ভয়ে আমি এখনো আত্মগোপনে আছি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত