Ajker Patrika

তিতাসে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

প্রতিনিধি
আপডেট : ০৩ জুন ২০২১, ১৩: ১০
তিতাসে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

তিতাস (কুমিল্লা) : কুমিল্লার তিতাস উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার ভোর ৫টায় গৌরীপুর-হোমনা সড়কে তিতাস উপজেলার সিকদার রোড নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

নিহত দুই ব্যক্তি লক্ষ্মণ (৪৫) ও নারায়ণ (৪২) উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহাবৃদ্বি গ্রামের বাসিন্দা, তারা দুজনেই মাছের ব্যবসা করতেন।

তিতাস থানার এসআই আবদুল করিম জানান, ভোর ৫টায় গৌরীপুর থেকে ছেড়ে আসা হোমনাগামী মাছবাহী পিকআপ ও গৌরীপুরগামী সিএনজিচালিত অটোরিকশার তিতাসের সিকদার রোড নামক স্থানে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে লক্ষ্মণ ঘটনাস্থলেই মারা যান। বাকি দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে তিতাস স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ সময় মাছবাহী পিকআপটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বলেন, সড়ক দুর্ঘটনার শিকার তিনজনকে আমাদের এখানে নিয়ে আসে, এদের মধ্যে লক্ষ্মণ নামের একজনকে মৃত অবস্থায় এবং অপর দুজনের মধ্যে চিকিৎসা দেওয়ার আগেই নারায়ণ মারা যান। বাকি একজন বলরামকে (৩৬) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত