চট্টগ্রামের অস্ত্রধারীরা
তারা কি ভোজবাজির মতো মিলিয়ে গেল? যে আট অস্ত্রধারীকে দেখা গিয়েছিল চট্টগ্রামে পুলিশের সামনেই অস্ত্রের মহড়া দিতে, তাদের কি খুঁজে পাচ্ছে না পুলিশ? তারা বেমালুম হাওয়া হয়ে গেল? বিভিন্ন এলাকা রেইড করে বিরোধীদলীয় নেতা-কর্মীদের ধরা হচ্ছে, অথচ এই আট সন্ত্রাসীর ব্যাপারে কেন পুলিশের কোনো হেলদোল নেই?