নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে বৃষ্টি উপেক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল বিভিন্ন এলাকা প্রদক্ষিণকালে পুলিশ বক্স ভাঙচুর, ইট-পাটকেল নিক্ষেপ এবং ছাত্রলীগ-যুবলীগ নেতা-কর্মীদের ধাওয়া দেওয়ার ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার বেলা ৪টার দিকে নগরের জামিয়াতুল ফালাহ মসজিদ সংলগ্ন ওয়াসা মোড়ে এই ঘটনা ঘটে। এর আগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃষ্টি উপেক্ষা করে জুমার নামাজের পর শতশত আন্দোলনকারী নগরের আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদে জড়ো হন। সেখানে তাঁদের সঙ্গে যোগ দেয় সাধারণ মুসল্লিরা।
পরে বৃষ্টির মাঝেও আব্দুল খালেক চত্বরে সোয়া ২টা পর্যন্ত আধাঘণ্টা অবস্থান নেন আন্দোলনকারীরা। পরে মিছিলটি নগরের লালদীঘি হয়ে নিউমার্কেট যায়। সেখানে মিছিলটি আধাঘণ্টা অবস্থানের পর টাইগাস পাস মোড়ে যায়। টাইগার পাস মোড় থেকে পরে মিছিলটি ওয়াসা মোড় অতিক্রমকালে পুলিশ বক্স ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
সেখানে আগে থেকেই ছাত্রলীগ ও যুবলীগ নেতা-কর্মীদের অবস্থান ছিল। আন্দোলনকারীরা ওয়াসা মোড় অতিক্রমের সময় ঘটনাস্থলে থাকা ক্ষমতাসিন দলের নেতা-কর্মীদের সঙ্গে তাদের সরাসরি দেখা হয়। পরে সেখানে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওয়াসা মোড়ে ছাত্রলীগ–যুবলীগ নেতা–কর্মীদের দেখে আন্দোলনকারীরা তাঁদের ধাওয়া দেয়। এ সময় ধাওয়া খেয়ে ছাত্রলীগ–যুবলীগের নেতা–কর্মীরা পাশে বাগমনিরাম এলাকায় গলির দিকে পালিয়ে যায়। পরে আন্দোলনকারীরা সড়কে একিটি সাঁজোয়া যান দেখে তাঁর উপর ইট পাটকেল নিক্ষেপ করে। ১৫–২০ মিনিট ওই এলাকা উত্তপ্ত পরিস্থিতি থাকে। এ সময় পুলিশ বক্স ভাঙচুর করেন তাঁরা।
পরে আবারও আন্দোলনকারীরা মিছিল নিয়ে ষোলোশহর হয়ে বহদ্দারহাটের দিকে চলে যায়। সরেজমিন জানা যায়, বহদ্দারহাটে ৪০ মিনিটের মতো অবস্থানের পর বিকেল ৫টা ১০ মিনিটে আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।
এর আগে আন্দোলনকারীদের চলে যাওয়ার পর ওয়াসা মোড়ে সড়কের মাঝে ইটের বড় বড় ভাঙা টুকরো পড়ে থাকতে দেখা যায়। সেখানে পুলিশের একটি সাঁজোয়া যান অবস্থান করছিল। এর বাইরে শহরের কোথাও অপ্রীতিকর খবর পাওয়া যায়নি। কর্মসূচি ঘিরে বিপুল পরিমাণের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের সতর্ক অবস্থানি ছিল।
এই বিষয়ে বক্তব্য জানতে পুলিশের দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করে পাওয়া যায়নি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার কাজী তারেক মো. আজিজ ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ওয়াসা মোড়ে ভাঙচুর শেষে মিছিলটি দামপাড়া পুলিশ লাইন অতিক্রমকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুক্তিযুদ্ধ জাদুঘরও ভাঙচুর করে। এতে জাদুঘুরের নামখচিত ফলক ভেঙে গেছে।’ এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
চট্টগ্রামে বৃষ্টি উপেক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল বিভিন্ন এলাকা প্রদক্ষিণকালে পুলিশ বক্স ভাঙচুর, ইট-পাটকেল নিক্ষেপ এবং ছাত্রলীগ-যুবলীগ নেতা-কর্মীদের ধাওয়া দেওয়ার ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার বেলা ৪টার দিকে নগরের জামিয়াতুল ফালাহ মসজিদ সংলগ্ন ওয়াসা মোড়ে এই ঘটনা ঘটে। এর আগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃষ্টি উপেক্ষা করে জুমার নামাজের পর শতশত আন্দোলনকারী নগরের আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদে জড়ো হন। সেখানে তাঁদের সঙ্গে যোগ দেয় সাধারণ মুসল্লিরা।
পরে বৃষ্টির মাঝেও আব্দুল খালেক চত্বরে সোয়া ২টা পর্যন্ত আধাঘণ্টা অবস্থান নেন আন্দোলনকারীরা। পরে মিছিলটি নগরের লালদীঘি হয়ে নিউমার্কেট যায়। সেখানে মিছিলটি আধাঘণ্টা অবস্থানের পর টাইগাস পাস মোড়ে যায়। টাইগার পাস মোড় থেকে পরে মিছিলটি ওয়াসা মোড় অতিক্রমকালে পুলিশ বক্স ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
সেখানে আগে থেকেই ছাত্রলীগ ও যুবলীগ নেতা-কর্মীদের অবস্থান ছিল। আন্দোলনকারীরা ওয়াসা মোড় অতিক্রমের সময় ঘটনাস্থলে থাকা ক্ষমতাসিন দলের নেতা-কর্মীদের সঙ্গে তাদের সরাসরি দেখা হয়। পরে সেখানে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওয়াসা মোড়ে ছাত্রলীগ–যুবলীগ নেতা–কর্মীদের দেখে আন্দোলনকারীরা তাঁদের ধাওয়া দেয়। এ সময় ধাওয়া খেয়ে ছাত্রলীগ–যুবলীগের নেতা–কর্মীরা পাশে বাগমনিরাম এলাকায় গলির দিকে পালিয়ে যায়। পরে আন্দোলনকারীরা সড়কে একিটি সাঁজোয়া যান দেখে তাঁর উপর ইট পাটকেল নিক্ষেপ করে। ১৫–২০ মিনিট ওই এলাকা উত্তপ্ত পরিস্থিতি থাকে। এ সময় পুলিশ বক্স ভাঙচুর করেন তাঁরা।
পরে আবারও আন্দোলনকারীরা মিছিল নিয়ে ষোলোশহর হয়ে বহদ্দারহাটের দিকে চলে যায়। সরেজমিন জানা যায়, বহদ্দারহাটে ৪০ মিনিটের মতো অবস্থানের পর বিকেল ৫টা ১০ মিনিটে আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।
এর আগে আন্দোলনকারীদের চলে যাওয়ার পর ওয়াসা মোড়ে সড়কের মাঝে ইটের বড় বড় ভাঙা টুকরো পড়ে থাকতে দেখা যায়। সেখানে পুলিশের একটি সাঁজোয়া যান অবস্থান করছিল। এর বাইরে শহরের কোথাও অপ্রীতিকর খবর পাওয়া যায়নি। কর্মসূচি ঘিরে বিপুল পরিমাণের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের সতর্ক অবস্থানি ছিল।
এই বিষয়ে বক্তব্য জানতে পুলিশের দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করে পাওয়া যায়নি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার কাজী তারেক মো. আজিজ ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ওয়াসা মোড়ে ভাঙচুর শেষে মিছিলটি দামপাড়া পুলিশ লাইন অতিক্রমকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুক্তিযুদ্ধ জাদুঘরও ভাঙচুর করে। এতে জাদুঘুরের নামখচিত ফলক ভেঙে গেছে।’ এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন কর্মসূচিতে হামলার অভিযোগে স্বাস্থ্য খাতের সংস্কার দাবির আন্দোলনের সংগঠক মহিউদ্দির রনি, কনটেন্ট ক্রিয়েটর কাফিসহ ৪২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
৩ মিনিট আগেখাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি মগ লিবারেশন পার্টির (এমএলপি) সদস্য বলে পুলিশ দাবি করেছে। আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেহান্নান মাসউদ বলেন, ‘আমি আপনাদের সন্তান। আমি আপনাদের কাছে কখনো ভোট চাইতে আসব না। কখনো বলব না আপনারা আমাকে ভোট দেন। আপনারা যদি আমার থেকে যোগ্য কাউকে প্রার্থী হিসেবে পান, তবে তাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটাতে আমার কোনো আপত্তি নাই। তবুও আমি চাইব, অবহেলিত এই হাতিয়া দ্বীপের উন্নয়ন হোক।
১ ঘণ্টা আগেসি-সেফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত এ তথ্য নিশ্চিত করেছেন। সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা এবং পেশায় রেফ্রিজারেটর মেকানিক। সাইফুল্লাহ সিফাত জানান, সকালে সামিরসহ চার বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে আসেন। দুপুরে সৈকতে গোসলে নামলে ঢেউয়ে ভেসে যেতে থাকেন সামির।
১ ঘণ্টা আগে