কাপ্তাইয়ে ম্যারাথনে দৌড়ালেন ২০০ জন
কুয়াশার ভেদ করে তখনো কাপ্তাইয়ে পুব আকাশে সূর্য ওঠেনি। এর মধ্যেই রাঙামাটির কাপ্তাইয়ে জড়ো হয়েছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা ২০০ ম্যারাথন প্রতিযোগী। নারী-পুরুষ, শিশুসহ ৫০ বছরের বেশি বয়সী প্রতিযোগীও ছিলের এই দলে। তাঁদের ১০ কিলোমিটার এবং হাফ ম্যারাথন ২১ দশমিক ১ কিমি দৌড়ে অংশ নেওয়া।