Ajker Patrika

প্রথম দিন টিকা পেল ১২০৩ শিক্ষার্থী

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১২: ৫২
প্রথম দিন টিকা পেল ১২০৩ শিক্ষার্থী

রাঙামাটির কাপ্তাইয়ে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে কারোনার টিকাদান। গতকাল বৃহস্পতিবার এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। আগামী ৮ জানুয়ারি পর্যন্ত চলবে এ টিকাদান কার্যক্রম।

গতকাল সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন।

শিক্ষার্থী তনুশ্রী, অহনা, শ্যামল, অর্নিবান জানায়, টিকা নিতে পেরে খুবই আনন্দিত তারা।

বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিকদের জানান, টিকা গ্রহণে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ও আবাসিক মেডিকেল কর্মকর্তা ওমর ফারুক রনি বলেন, প্রথম দিন কর্ণফুলি সরকারি কলেজ, শহীদ শামসুদ্দিন উচ্চবালিকা বিদ্যালয়, ওয়াগ্গা উচ্চবিদ্যালয়, বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চবিদ্যালয়, কাপ্তাই শিশু নিকেতন, ডংনালা উচ্চবিদ্যালয় এবং সাক্রাছড়ি উচ্চবিদ্যালয়ের ১ হাজার ২০৩ শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হয়েছে।

এদিকে গতকাল সকালে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক ও কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদ আহমেদ চৌধুরী, আবাসিক মেডিকেল কর্মকর্মা ওমর ফারুক রনি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ বলেন, কাপ্তাইয়ের ১৮টি প্রতিষ্ঠানের ৪ হাজার ১৪৩ শিক্ষার্থীকে করোনার টিকা দেওয়া হবে। জেলা প্রশাসক, সিভিল সার্জন ও জেলা শিক্ষা কর্মকর্তার আন্তরিক পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় এ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান আজকের পত্রিকাকে বলেন, করোনার সংক্রমণ আবার বাড়ছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রয়েছে। তাই এই মুহূর্তে সব শিক্ষার্থীদের টিকা নিশ্চিত করার লক্ষ্যে কাপ্তাই উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত