কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
ছয় বছর পর রাঙামাটির কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ মঙ্গলবার। এই সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিশেষ করে উপজেলা ছাত্রলীগের পরবর্তী নেতৃত্বে কারা আসছেন, সেটা নিয়েও চলছে নানা আলোচনা।
আজ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার সম্মেলনে থাকার কথা রয়েছে।
জানা গেছে, ২০১৫ সালে কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সবশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সে সম্মেলনে এম নুর উদ্দিন সুমনকে সভাপতি এবং আলিব রেজা লিমনকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্যের উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। নানা জটিলতার কারণে সেই সময় পূর্ণাঙ্গ কমিটি না হলেও সুমন-লিমনের এই কমিটি বিগত সময়ে ছাত্রলীগ নেতা-কর্মীদের নিয়ে করোনাকালীন পরিস্থিতিতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বেশ প্রশংসিত হয়েছিলেন।
সুমন বলেন, ‘আমরা আশা করছি বিগত সময়ে আন্দোলন-সংগ্রামে যারা উপজেলা ছাত্রলীগের পাশে ছিল, সেই সব ত্যাগী নেতা-কর্মী কাউন্সিলের মাধ্যমে আগামী উপজেলা কমিটিতে জায়গা করে নেবে।’ বর্তমান কমিটির সাধারণ সম্পাদক এ আর লিমন বলেন, ‘আমাদের এই কমিটি বিগত সময়ে আন্দোলন-সংগ্রামে সবসময় মাঠে সক্রিয় ছিলেন। আশা করছি আগামী কমিটিতে যাঁরা নেতৃত্বে আসবেন, তাঁরাও সেই ধারাবাহিকতা রক্ষা করবেন।’
সভাপতি হিসেবে যাঁদের নাম শোনা যাচ্ছে, তাঁরা হলেন কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ,চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ,কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রবিন মুৎসুদ্দী, কর্ণফুলী সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক পবন পাল, কলেজ ছাত্রলীগ নেতা মো. ইউনুছ।
সাধারণ সম্পাদক হিসেবে শোনা যাচ্ছে, কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ও সহসম্পাদক মো. আকাশ, ছাত্রলীগ নেতা রহিম, উপজেলা ছাত্রলীগ নেতা আরিফ, সাইথোয়াই অং চৌধুরী, মো. আমান ও মনোবীর তনচংগ্যা।
ছয় বছর পর রাঙামাটির কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ মঙ্গলবার। এই সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিশেষ করে উপজেলা ছাত্রলীগের পরবর্তী নেতৃত্বে কারা আসছেন, সেটা নিয়েও চলছে নানা আলোচনা।
আজ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার সম্মেলনে থাকার কথা রয়েছে।
জানা গেছে, ২০১৫ সালে কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সবশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সে সম্মেলনে এম নুর উদ্দিন সুমনকে সভাপতি এবং আলিব রেজা লিমনকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্যের উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। নানা জটিলতার কারণে সেই সময় পূর্ণাঙ্গ কমিটি না হলেও সুমন-লিমনের এই কমিটি বিগত সময়ে ছাত্রলীগ নেতা-কর্মীদের নিয়ে করোনাকালীন পরিস্থিতিতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বেশ প্রশংসিত হয়েছিলেন।
সুমন বলেন, ‘আমরা আশা করছি বিগত সময়ে আন্দোলন-সংগ্রামে যারা উপজেলা ছাত্রলীগের পাশে ছিল, সেই সব ত্যাগী নেতা-কর্মী কাউন্সিলের মাধ্যমে আগামী উপজেলা কমিটিতে জায়গা করে নেবে।’ বর্তমান কমিটির সাধারণ সম্পাদক এ আর লিমন বলেন, ‘আমাদের এই কমিটি বিগত সময়ে আন্দোলন-সংগ্রামে সবসময় মাঠে সক্রিয় ছিলেন। আশা করছি আগামী কমিটিতে যাঁরা নেতৃত্বে আসবেন, তাঁরাও সেই ধারাবাহিকতা রক্ষা করবেন।’
সভাপতি হিসেবে যাঁদের নাম শোনা যাচ্ছে, তাঁরা হলেন কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ,চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ,কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রবিন মুৎসুদ্দী, কর্ণফুলী সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক পবন পাল, কলেজ ছাত্রলীগ নেতা মো. ইউনুছ।
সাধারণ সম্পাদক হিসেবে শোনা যাচ্ছে, কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ও সহসম্পাদক মো. আকাশ, ছাত্রলীগ নেতা রহিম, উপজেলা ছাত্রলীগ নেতা আরিফ, সাইথোয়াই অং চৌধুরী, মো. আমান ও মনোবীর তনচংগ্যা।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৫ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৫ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৫ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫