ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি)
কাপ্তাই উপজেলার ৩ নম্বর চিৎমরম ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এস এম ফরিদের বাগান থেকে রাতের অন্ধকারে ১৩টি সেগুন কাঠ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ৩ জানুয়ারি সোমবার বিকেলে কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানায় তিনি একটি মামলা দায়ের করেছেন। মামলায় চিৎমরম মুসলিম পাড়ার বাসিন্দা জাহাঙ্গীর আলমসহ আরও অজ্ঞাত ১০ জনকে আসামি করা হয়েছে।
এস এম ফরিদ বলেন, চিৎমরম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়া পাহাড় এলাকায় সাড়ে ৩ একর জমিতে তাঁর সেগুন বাগান রয়েছে। স্থানীয়দের মাধ্যমে তিনি জানতে পারেন চিৎমরম ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমান ইউনিয়ন বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম গত ৩১ ডিসেম্বর তাঁর দলবল নিয়ে রাতের অন্ধকারে তাঁর সেগুন বাগানে ঢুকে ১৩টি সেগুন গাছ কেটে নিয়ে গেছে। এ গাছের মূল্য আনুমানিক ৫ লাখ টাকা হবে। পারিবারিক কাজে চট্টগ্রামে থাকায় গত ২ জানুয়ারি তিনি ঘটনাটি জানতে পারেন বলেও উল্লেখ করেন।
এই বিষয়ে অভিযুক্ত জাহাঙ্গীর আলম দাবি করেন, ওই বাগানের গাছ গুলো তাঁর কেনা। এবং কেনার বিষয়ে তিনি স্ট্যাম্প দেখাতে পারবেন। তিনি আরও জানান, রাতের অন্ধকারে তিনি গাছ কাটেন নাই। দিনের বেলায় লোকজন নিয়ে তিনি গাছ কেটেছেন।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
কাপ্তাই উপজেলার ৩ নম্বর চিৎমরম ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এস এম ফরিদের বাগান থেকে রাতের অন্ধকারে ১৩টি সেগুন কাঠ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ৩ জানুয়ারি সোমবার বিকেলে কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানায় তিনি একটি মামলা দায়ের করেছেন। মামলায় চিৎমরম মুসলিম পাড়ার বাসিন্দা জাহাঙ্গীর আলমসহ আরও অজ্ঞাত ১০ জনকে আসামি করা হয়েছে।
এস এম ফরিদ বলেন, চিৎমরম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়া পাহাড় এলাকায় সাড়ে ৩ একর জমিতে তাঁর সেগুন বাগান রয়েছে। স্থানীয়দের মাধ্যমে তিনি জানতে পারেন চিৎমরম ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমান ইউনিয়ন বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম গত ৩১ ডিসেম্বর তাঁর দলবল নিয়ে রাতের অন্ধকারে তাঁর সেগুন বাগানে ঢুকে ১৩টি সেগুন গাছ কেটে নিয়ে গেছে। এ গাছের মূল্য আনুমানিক ৫ লাখ টাকা হবে। পারিবারিক কাজে চট্টগ্রামে থাকায় গত ২ জানুয়ারি তিনি ঘটনাটি জানতে পারেন বলেও উল্লেখ করেন।
এই বিষয়ে অভিযুক্ত জাহাঙ্গীর আলম দাবি করেন, ওই বাগানের গাছ গুলো তাঁর কেনা। এবং কেনার বিষয়ে তিনি স্ট্যাম্প দেখাতে পারবেন। তিনি আরও জানান, রাতের অন্ধকারে তিনি গাছ কাটেন নাই। দিনের বেলায় লোকজন নিয়ে তিনি গাছ কেটেছেন।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
গাড়ির মালিক তৌহিদ মিয়া জানান, ছিনতাইকারীরা চালককে মারধর করে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার পরপরই চালক দ্রুত ভৈরব থানায় এসে পুলিশকে ঘটনাটি অবগত করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযান শুরু করে এবং রাত ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা থেকে তিন ছিনতাইকারীকে পিকআপসহ আটক করে।
১৬ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল এবং সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও নরসিংদী পৌরসভার সাবেক মেয়র লোকমান হোসেনের স্ত্রী তামান্না নুসরাত বুবলীকে গ্রেপ্তার করা হয়েছে।
২০ মিনিট আগেপাবনার ভাঙ্গুড়া স্টেশনের কাছে লাইনচ্যুত হওয়া ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর ওই রুটে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। ভাঙ্গুড়া রেলস্টেশনের স্টেশনমাস্টার আব্দুল মালেক এ তথ্য নিশ্চিত করেছেন।
২৮ মিনিট আগেরাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকার একটি বেসরকারি ক্লিনিকে চাঁদা দাবির অভিযোগে পাঁচজনকে আটক করেছে সেনাবাহিনী। গতকাল রোববার রাতে বছিলা হাউজিং সিটি এলাকা থেকে তাঁদের আটক করে মোহাম্মদপুর থানায় দেওয়া হয়।
৩৩ মিনিট আগে