স্কুলে গিয়ে আর ফেরেনি দুই বোন
চট্টগ্রামের রাউজানে নিখোঁজ মাতৃহীন দুই বোনের সন্ধান ১০ দিনেও মেলেনি। কোথায় গেছে বা কোন জায়গায় আছে কেউ বলতে পারছে না। এ বিষয়ে পুলিশ জানান-তাঁরা চেষ্টা করছেন, কিন্তু তাদের অবস্থান জানতে পারছে না। ১০ দিন পাড় হয়ে যাওয়ার পরও তাদের খুঁজে না পাওয়ায় স্বজনরা রয়েছেন উদ্বেগ-উৎকণ্ঠায়।