Ajker Patrika

চট্টগ্রামে করোনায় ১১ জনের মৃত্যু , শনাক্ত ৯৪৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৮ জুলাই ২০২১, ১০: ৩৮
চট্টগ্রামে করোনায় ১১ জনের মৃত্যু , শনাক্ত ৯৪৫

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১১ জন মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছেন ৯৪৫ জন। আজ রোববার জেলার সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮৬২ জনের নমুনা পরীক্ষা করে ৯৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ৬৩৯ ও বিভিন্ন উপজেলার ৩০৬ জন রয়েছেন। উপজেলার মধ্যে সর্বোচ্চ শনাক্ত হয়েছে পটিয়ায় ৪৫, বোয়ালখালী ৪০ ও রাউজানে ৪২ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩৩ শতাংশ; যা গতকাল ছিল ৩১ শতাংশ।

চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ৭০ হাজার ৯০২ জন। আর মারা গেছেন ৮৩৫ জন। মৃতদের মধ্যে নগরের ৫১৭ এবং বিভিন্ন উপজেলার ৩১৮ জন রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত