Ajker Patrika

রাউজানে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু 

প্রতিনিধি, রাউজান (চট্টগ্রাম) 
আপডেট : ২৩ জুলাই ২০২১, ১০: ৪৬
রাউজানে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু 

রাউজানে পুকুরে ডুবে সাকিবা আকতার (৬) ও আনিসা আকতার (৬) নামে দুই চাচাতো- জ্যাঠাতো বোনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার রাউজান সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, রাউজান সদর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব রাউজান গাজীপাড়া গুরা মিয়া চৌধুরী বাড়িতে আপন দুই ভাই মো. জানে আলম মনু ও মো. মাহাবুবুল আলমের দুই মেয়ে খেলতে বের হলে একজন পুকুরে পড়ে যায়। তাকে বাঁচাতে অপরজনও পুকুরে ডুবে যায়। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য সাইফু উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত