Ajker Patrika

৩ দিনের আন্তর্জাতিক কনফারেন্স শুরু

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৭: ৩৮
৩ দিনের আন্তর্জাতিক কনফারেন্স শুরু

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় এবং টেকসই উন্নয়ন নিশ্চিতকরণের লক্ষ্যে তিন দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার শুরু হওয়া এই কনফারেন্স চলবে আগামীকাল শনিবার পর্যন্ত।

আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ, চুয়েট ইন্টেলিজেন্ট কম্পিউটিং ল্যাব এবং সেন্টার ফর ন্যাচারাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চের কারিগরি সহায়তায় এই কনফারেন্স হচ্ছে।

তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতি নিয়ে দেশে-বিদেশে কাজ করা বিভিন্ন গবেষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি বৈশ্বিক প্ল্যাটফর্মের সহযোগিতায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করা হয়।

এ উপলক্ষে গতকাল সকালে উদ্বোধনী অনুষ্ঠানে দেশ-বিদেশের বিভিন্ন শিক্ষাবিদ ও গবেষকেরা ভার্চুয়াল প্ল্যাটফর্মে অংশ নেন।

উপস্থাপিত গবেষণা প্রবন্ধগুলো থেকে উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা প্রকাশ করবে।

এবারের কনফারেন্সে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, কানাডা, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড, সৌদি আরব, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, অস্ট্রিয়াসহ পৃথিবীর ১৭টি দেশ থেকে অন্তত কয়েক শ শিক্ষক, গবেষক, বিজ্ঞানী, প্রফেশনাল, উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।

উল্লেখ্য, কনফারেন্সটি বাংলাদেশের পর্যটন নগরী কক্সবাজারে আয়োজনের কথা থাকলেও বৈশ্বিক মহামারি কোভিড-১৯-এর কারণে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হচ্ছে।

এ বিষয়ে এর অর্গানাইজিং চেয়ার এবং চুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন বলেন, বিগ ডেটা, আইওটি এবং মেশিন লার্নিং চতুর্থ শিল্প বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার। এসব গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা এবং গবেষণার বাস্তব প্রয়োগের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিতকরণের জন্য করণীয় নির্ধারণের জন্য এ কনফারেন্সের আয়োজন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত