Ajker Patrika

রাউজানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রতিনিধি
রাউজানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

রাউজান (চট্টগ্রাম): রাউজানে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. নুরুল আলমকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার ভোর ৪টায় উপপরিদর্শক মো. ইসমাইলের হোসেনের নেতৃত্বে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামি নুরুল আলম রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া গ্রামের জালাল আহমদের পুত্র।

নুরুল আলম রাঙ্গুনিয়া থানার ৮ (০৬) ৯৩ এর অস্ত্র আইনের ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে জানান রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল। তিনি বলেন, এত দিন ধরে পলাতক ছিল নুরুল আলম। গতকাল ভোরে গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে রোববার বিকেলে কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত