বঙ্গোপসাগরে ঝড়ের কবলে চুরমার ৪ ফিশিং ট্রলার, ৩ মাঝিমাল্লা নিখোঁজ
ক্ষতিগ্রস্ত চার ফিশিং ট্রলারের মালিকদের প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের কবলে লন্ডভন্ড ট্রলারগুলো হচ্ছে– হেফাজতুল ইসলামে মালিকানাধীন এফবি মুশফিক, এফবি ফারুক, এফবি কেফায়াতুল্লা, এফবি নন্না মিয়া। মালিকের বাড়ি উপজেলা চাম্বল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে।