Ajker Patrika

বাঁশখালীর বৈলছড়ির লোকালয় থেকে অজগর উদ্ধার

প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)
বাঁশখালীর বৈলছড়ির লোকালয় থেকে অজগর উদ্ধার

চট্টগ্রামের বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়নের অভ্যারখীল এলাকার লোকালয় থেকে ১০ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। সাপটির ওজন আনুমানিক ১১ কেজি। আজ রোববার দুপুরে উপজেলা বন বিভাগের জলদি রেঞ্জের সদস্যরা সাপটি উদ্ধার করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নিয়ে আসে। উপজেলা নির্বাহী অফিসার সাইফুজ্জামান চৌধুরী বাঁশখালী ইকোপার্কের জঙ্গলে সাপটি অবমুক্ত করার জন্য বন বিভাগের কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। 

জানা যায়, পূর্ব বৈলছড়ি অভ্যারখীল সাদেক আলীর বাড়ির আঙিনায় স্তূপ করে রাখা ইটের ফাঁকে জালে আটকে থাকা অবস্থায় সকাল এগারোটার দিকে সাপটি দেখতে পায় স্থানীয় লোকজন। স্থানীয়রা সাপটিকে প্রথমে মেরে ফেলার প্রস্তুতি নিলেও পরে সচেতন লোকজনের হস্তক্ষেপে বন বিভাগকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বন বিভাগের লোকজন সাপটিকে উদ্ধার করে। 

জলদি রেঞ্জের বন্যপ্রাণী রক্ষক নেজামুল ইসলাম নেজাম বলেন, 'এই সাপটিকে সোনালি অজগর বলা হয়। খাবারের অভাবে সাপটি লোকালয়ে চলে এসেছে বলে ধারণা করা হচ্ছে।' 

স্থানীয় ঝুন্টু কুমার দাশ বলেন, 'সাপটি উদ্ধার করে প্রথমে ইউএনও ও এসিল্যান্ডকে ফোন দিই। তাঁরা বন বিভাগের লোক পাঠিয়েছেন। সাপটি তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।' 

জলদি অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, 'বৈলছড়ি থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সাপটিকে আজ বিকেলে ইকোপার্কে অবমুক্ত করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত