প্রতিনিধি, বাঁশখালী, চট্টগ্রাম
শঙ্খ নদীর ভাঙনের কবলে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম সাধনপুর ইউনিয়নে রাতাখোদ্দ গ্রাম। একের পর নদীর ভাঙনের শিকার হয়েছে উপজেলার পুকুরিয়া, সাধনপুর, খানখানাবাদের নদীর তীরবর্তী এলাকায় বসবাসকারী মানুষের বাসস্থান। ভাঙনের আতঙ্ক নিয়ে দিন পার করছেন স্থানীয়রা।
মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৯১ সালের ২৯ এপ্রিল ঘূর্ণিঝড়ের পর থেকে বাঁশখালীর শঙ্খ নদীর ভাঙন শুরু হয়েছে। দীর্ঘ ৩০ বছরে বাঁশখালী উপজেলার, সাধনপুর, খানখানাবাদ, পুকুরিয়া, বাহারছাড়া, সরল, গন্তামারা, ছনুয়া এলাকার প্রায় ২০টি গ্রাম শঙ্খ নদীর ও জলকদর খালের ভাঙনে বিলীন হয়ে গেছে।
শঙ্খ নদীর ও জলকদর খালের ভাঙনে অনেক লোকজন ঘরবাড়ি হারিয়েন। বর্তমানে পাহাড়সহ বিভিন্ন জায়গায় বসবাস করছেন তাঁরা।
প্রতি বছর বর্ষা মৌসুমে নদী ভাঙন রোধে বাঁশখালী পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জিও ব্যাগ ফেলে নদী ভাঙন রক্ষার জন্য বারবার চেষ্টা করা হলেও শঙ্খ নদীর ভাঙন কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। স্থানীয়দের দাবি স্থায়ী বেড়িবাঁধ না হলে ভবিষ্যতে শঙ্খ নদীরও জলকদর খালের ভাঙনে বাঁশখালীর মানচিত্র থেকে আরও বেশ কয়েকটি গ্রাম হারিয়ে যেতে পারে।
সাধনপুর এলাকার বাসিন্দা জসীম উদ্দীন বলেন, শঙ্খ নদীর ভাঙনে গত ১০ বছর আমাদের বসতবাড়ি কয়েক বার নদী ভাঙনে বিলীন হয়ে গেছে। আমাদের পরিবারের সদস্যরা বর্তমানে নদী ভাঙনে বাড়িঘর হারিয়ে পাহাড়ের ঢালুতে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে।
এনজিও সংস্থা ইপসার বাঁশখালী কুতুবদিয়া পুনর্বাসন কর্মকর্তা জাকির হোসাইন জানান, বাঁশখালীতে নদী ভাঙনের বাড়ি ভিটায় হারিয়ে নিঃস্ব পরিবারের মাঝে গত ২ বছরে ইপসার পক্ষ থেকে ৩০ পরিবারের মাঝে বসতবাড়ি তৈরি করে দেওয়া হয়েছে।
খানখানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা বলেন, শঙ্খ নদীর ভাঙনে গত ২০ বছরের আমাদের সাধনপুর ইউনিয়নে ৩টি গ্রাম নদী ভাঙনে বিলীন হয়ে গেছে। বাঁশখালী পানি উন্নয়ন বোর্ড ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বেশ কয়েক বার নদী ভাঙন রক্ষায় জন্য জিও ব্যাগ ফেলা হয়েছিল। তাতেও ভাঙন রক্ষা হচ্ছে না।
এ বিষয়ে চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী (২) প্রকাশন চাকমা আজকের পত্রিকাকে জানান, বাঁশখালী নদী ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলানো হয়েছে। বিভিন্ন এলাকা গুরুত্বপূর্ণ নদী ভাঙন গুলো চিহ্নিত করে ইতিমধ্যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তালিকা পাঠানো হয়েছে।
শঙ্খ নদীর ভাঙনের কবলে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম সাধনপুর ইউনিয়নে রাতাখোদ্দ গ্রাম। একের পর নদীর ভাঙনের শিকার হয়েছে উপজেলার পুকুরিয়া, সাধনপুর, খানখানাবাদের নদীর তীরবর্তী এলাকায় বসবাসকারী মানুষের বাসস্থান। ভাঙনের আতঙ্ক নিয়ে দিন পার করছেন স্থানীয়রা।
মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৯১ সালের ২৯ এপ্রিল ঘূর্ণিঝড়ের পর থেকে বাঁশখালীর শঙ্খ নদীর ভাঙন শুরু হয়েছে। দীর্ঘ ৩০ বছরে বাঁশখালী উপজেলার, সাধনপুর, খানখানাবাদ, পুকুরিয়া, বাহারছাড়া, সরল, গন্তামারা, ছনুয়া এলাকার প্রায় ২০টি গ্রাম শঙ্খ নদীর ও জলকদর খালের ভাঙনে বিলীন হয়ে গেছে।
শঙ্খ নদীর ও জলকদর খালের ভাঙনে অনেক লোকজন ঘরবাড়ি হারিয়েন। বর্তমানে পাহাড়সহ বিভিন্ন জায়গায় বসবাস করছেন তাঁরা।
প্রতি বছর বর্ষা মৌসুমে নদী ভাঙন রোধে বাঁশখালী পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জিও ব্যাগ ফেলে নদী ভাঙন রক্ষার জন্য বারবার চেষ্টা করা হলেও শঙ্খ নদীর ভাঙন কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। স্থানীয়দের দাবি স্থায়ী বেড়িবাঁধ না হলে ভবিষ্যতে শঙ্খ নদীরও জলকদর খালের ভাঙনে বাঁশখালীর মানচিত্র থেকে আরও বেশ কয়েকটি গ্রাম হারিয়ে যেতে পারে।
সাধনপুর এলাকার বাসিন্দা জসীম উদ্দীন বলেন, শঙ্খ নদীর ভাঙনে গত ১০ বছর আমাদের বসতবাড়ি কয়েক বার নদী ভাঙনে বিলীন হয়ে গেছে। আমাদের পরিবারের সদস্যরা বর্তমানে নদী ভাঙনে বাড়িঘর হারিয়ে পাহাড়ের ঢালুতে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে।
এনজিও সংস্থা ইপসার বাঁশখালী কুতুবদিয়া পুনর্বাসন কর্মকর্তা জাকির হোসাইন জানান, বাঁশখালীতে নদী ভাঙনের বাড়ি ভিটায় হারিয়ে নিঃস্ব পরিবারের মাঝে গত ২ বছরে ইপসার পক্ষ থেকে ৩০ পরিবারের মাঝে বসতবাড়ি তৈরি করে দেওয়া হয়েছে।
খানখানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা বলেন, শঙ্খ নদীর ভাঙনে গত ২০ বছরের আমাদের সাধনপুর ইউনিয়নে ৩টি গ্রাম নদী ভাঙনে বিলীন হয়ে গেছে। বাঁশখালী পানি উন্নয়ন বোর্ড ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বেশ কয়েক বার নদী ভাঙন রক্ষায় জন্য জিও ব্যাগ ফেলা হয়েছিল। তাতেও ভাঙন রক্ষা হচ্ছে না।
এ বিষয়ে চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী (২) প্রকাশন চাকমা আজকের পত্রিকাকে জানান, বাঁশখালী নদী ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলানো হয়েছে। বিভিন্ন এলাকা গুরুত্বপূর্ণ নদী ভাঙন গুলো চিহ্নিত করে ইতিমধ্যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তালিকা পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) খাল খননের প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, কার্যাদেশ অনুযায়ী মাটি না কেটে কাজ শেষ করেছেন ঠিকাদার। এ ব্যাপারে সংস্থার চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামানের কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগেকিশোরগঞ্জে বজ্রপাতে মৃত্যু আশঙ্কাজনকভাবে বেড়েছে ৷ গত ২৩ দিনে জেলায় শিক্ষার্থী, কৃষকসহ বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে কৃষকের সংখ্যা বেশি। আবহাওয়াবিদেরা বলছেন, খোলা স্থানে কাজ করা মানুষ বজ্রপাতে বেশি মারা যাচ্ছে; বিশেষ করে হাওরাঞ্চলে খোলা জায়গায় মানুষজন কাজ করার কারণে সেখানে হতাহতের...
৬ ঘণ্টা আগেপিরোজপুরে ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালু করতে ৯ তলা ভবনের নির্মাণকাজ শেষ হয় প্রায় দেড় বছর আগে। কিন্তু বিদ্যুতের সংযোগ এখনো দেওয়া হয়নি এবং বসেনি লিফট। এতে করে পুরোনো ভবনে ১০০ শয্যা নিয়ে চলছে সেবা কার্যক্রম। সেখানে অধিকাংশ সময় রোগী ভর্তি থাকে ধারণক্ষমতার দ্বিগুণ। শয্যা না পেয়ে রোগীদের থাকতে হচ্ছে...
৬ ঘণ্টা আগেবাংলাদেশের আধুনিক ভাস্কর্য শিল্পের অন্যতম পথিকৃৎ নভেরা আহমেদ। গত শতকের ষাটের দশকে তখনকার পূর্ববঙ্গে ভাস্কর্য শিল্পকে পরিচিত করে তোলার কাজটি শুরু করেছিলেন নিজের ভিন্নধর্মী কাজ দিয়ে। নিভৃতচারী এ শিল্পী একপর্যায়ে স্থায়ীভাবে পাড়ি জমান অন্যতম শিল্পতীর্থ ফ্রান্সে। নারী এই ভাস্করকে নিয়ে বেঙ্গল ফাউন্ডেশন...
৬ ঘণ্টা আগে