Ajker Patrika

বাঁশখালীতে পুকুর থেকে ২ জনের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)
বাঁশখালীতে পুকুর থেকে ২ জনের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বাঁশখালীতে একই পুকুর থেকে দুজনের ভাসমান মরদেহ উদ্ধার করেছে বাঁশখালী থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন, সাতকানিয়া উপজেলার গাটিয়াডেঙ্গা এলাকার আব্দুস সোবহানের ছেলে শাহজাহান (২৮) ও লোকমান হাকিমের ছেলে আকাশ (২০)। 

জানা যায়, বাঁশখালীর হালুয়াঘোনা লটমণি এলাকার মাছ চাষের একটি বাণিজ্যিক পুকুরে লাশ দুটি ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে তাঁরা পুলিশে খবর দেয়। পুলিশ এসে বিকেল ৪টার দিকে মরদেহ দুটি উদ্ধার করেন।

এ বিষয়ে বাঁশখালী রামদাশ মুন্সিরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মুহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, নিহত দুজনই মাছের প্রজেক্টে কাজ করতেন। ধারণা করা হচ্ছে, পানি সেচের জন্য মোটর চালু করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তাঁরা মারা গেছেন। 

বাঁশখালী থানার ওসি শফিউল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ দুটি তাঁদের পরিবার চাইলে দিয়ে দেওয়া হবে। অন্যতায় ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে মর্গে পাঠিয়ে দেব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত