সড়ক ঘেঁষা বিদ্যালয়ে প্রবেশের সময় দুর্ঘটনায় শিশু আহত, শিক্ষার্থীদের বিক্ষোভ
বিদ্যালয়ের সামনে নেই মাঠ, খোলা জায়গাও। সড়ক থেকে উঠলেই পাঁচ ফুটের একটি ফুটপাত। সেখানেই রাজশাহীর খাদেমুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটক। এই সড়কটি পার হয়ে বিদ্যালয়ে প্রবেশের সময় প্রাইভেটকারের ধাক্কায় আহত হয় এক শিশু শিক্ষার্থী। ঘটনার পর সড়ক অবরোধ, বিক্ষোভ করে শিক্ষার্থীরা।