Ajker Patrika

ক্রেতা সেজে দোকানে গিয়ে ২ সার ডিলারকে জরিমানা করলেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী    
রাজশাহীর পবায় সারের দোকানে অভিযানের সময় ইউএনও সোহরাব হোসেন। ছবি: সংগৃহীত
রাজশাহীর পবায় সারের দোকানে অভিযানের সময় ইউএনও সোহরাব হোসেন। ছবি: সংগৃহীত

বেশি দরে সার বিক্রি করায় রাজশাহীর পবার দুই ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহরাব হোসেন। গতকাল সোমবার সন্ধ্যায় ক্রেতা সেজে দোকানে গিয়ে বেশি দরে সার বিক্রির প্রমাণ পেয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা করেন তিনি।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেনের সঙ্গে উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসনিম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা তন্ময় কুমার সরকার ও উপ-প্রশাসনিক কর্মকর্তা সেলিম রেজা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মজুতের বেশি সার সংরক্ষণ ও ভাউচারের প্রদত্ত তথ্যের সঙ্গে ক্রেতার বক্তব্যের মিল না থাকায় উপজেলার বায়া বাজারের মেসার্স নাহার এন্টারপ্রাইজ ও মেসার্স জার্মান আলী ট্রেডার্সকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ইউএনও সোহরাব হোসেন জানান, কৃষকদের ন্যায্যমূল্যে সার কেনার সুবিধার্থে বাজারের ওপর কঠোর নজর রাখা হচ্ছে। বেশি দামে বিক্রির তথ্য পেলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ক্রেতা সেজে এসে বেশি দরে সার বিক্রি করতে দেখে পবার দুই ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত