Ajker Patrika

রাবি ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি রাকিব, সম্পাদক আতাউল্লাহ

রাবি প্রতিনিধি 
রাকিব হোসেন (বামে) ও আতাউল্লাহ। ছবি: সংগৃহীত
রাকিব হোসেন (বামে) ও আতাউল্লাহ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার (একাংশের) ১৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের শিক্ষার্থী রাকিব হোসেনকে সভাপতি ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) শিক্ষার্থী আতাউল্লাহকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে সংগঠনের ৩২ তম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশনে এ কমিটি গঠন করা হয়। নতুন কার্যনির্বাহী কমিটিকে শপথ বাক্য পাঠ করান ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক তামজিদ হায়দার।

কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি লিটন কুমার দাশ এবং শীত কুমার উড়াং, সহকারী সাধারণ সম্পাদক জাহিদ ইসলাম চঞ্চল, সাংগঠনিক সম্পাদক শেখ তাওহীদ নাঈম, কোষাধ্যক্ষ কায়সার আহম্মেদ, দপ্তর সম্পাদক আহম্মেদ ইমতিয়াজ সৈকত, শিক্ষা গবেষণা সম্পাদক সাব্বির খান জিয়াম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাকিবুল হাসান।

এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে আছেন হুমায়রা ইসলাম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অর্তি রায়, সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক রামিছা তাবাচ্ছুম, ক্রীড়া সম্পাদক জ্ঞান চাকমা। কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন নাঈম হোসেন ও মৃত্তিকা।

সম্মেলনের উদ্বোধন করেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক তামজিদ হায়দার। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মাঈন আহম্মেদ।

অনুষ্ঠানে সদ্য বিদায়ী কমিটির আহ্বায়ক জান্নাতুল নাঈমের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা রাইহান এবং আল মামুন প্রমুখ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন দুটি অংশে বিভক্ত। গত ২৬ অক্টোবর অপর অংশটি সংগঠনের ৩২ তম সম্মেলন শেষে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে। এতে নাট্যকলা বিভাগের শিক্ষার্থী মাসুদ কিবরিয়াকে সভাপতি ও চারুকলা অনুষদের শিক্ষার্থী পরমা মোস্তফাকে সাধারণ সম্পাদক করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত