নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর পাহাড়িয়া জাতিগোষ্ঠীর মাতৃভাষার কী-বোর্ড তৈরি করেছে ফ্রেন্ডস অব এন্ডেঞ্জার্ড এথনিক ল্যাংগুয়েজেস (ফিল) নামের একটি সংগঠন।
রাজশাহীতে পাহাড়িয়া জাতিগোষ্ঠীর প্রায় ২০ হাজার মানুষের বাস। আজ শনিবার সকালে তাই রাজশাহীতে ‘মালত সাবা’ নামের এই কী-বোর্ডের উদ্বোধন করা হয়।
সংগঠনটি ক্ষৃদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের ডিজিটাল টুল তৈরিতে কাজ করছে। এ পর্যন্ত ১৬টি ভাষার ডিজিটাল টুল তৈরি করেছে তারা। এবার পাহাড়িয়া ভাষার কী-বোর্ড তৈরি করল ফিল। এই কী-বোর্ড ব্যবহার করে কম্পিউটারে লেখা যাবে। ইউনিকোর্ড হওয়ায় এটি ব্যবহার করা যাবে অনলাইনেও।
বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি মিলনায়তনে ‘নৃগোষ্ঠীর মাতৃভাষা চর্চার প্রতিবন্ধকতা ও উত্তোরণে করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভা আয়োজন করা হয়। সভা শেষে এ কী-বোর্ডের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার ও একাডেমির নির্বাহী পরিষদের সভাপতি ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
কালচারাল একাডেমি ও পাহাড়িয়া পরিষদ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে পাহাড়িয়া ভাষার গুরুত্ব তুলে ধরে বিভাগীয় কমিশনার বলেন, ‘মানুষের সাথে প্রকৃতির সম্পর্ক তৈরি করতে ভাষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আজ থেকে পাহাড়িয়া ভাষাটি দক্ষিণ এশিয়ার নবীনতম ভাষা হিসেবে ডিজিটাল যুগে প্রবেশ করল। পাহাড়িয়া মাতৃভাষার কী-বোর্ডটি বিশ্বের ২৯৫ তম কী-বোর্ড হিসেবে স্বীকৃতি পেল। বিশ্বের দরবারে ভবিষ্যৎ তরুণ প্রজন্মকে পাহাড়িয়া ভাষার সাথে পরিচিত করতে এই কী-বোর্ড সহযোগিতা করবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালচারাল একাডেমির উপ-পরিচালক বেনজামিন টুডু। ইন্সট্রাক্টর মানুয়েল সরেন এতে সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একাডেমির নির্বাহী সদস্য আকবারুল হাসান মিল্লাত, মিসেস শেলী প্রিসিল্লা বিশ্বাস, আদিবাসী ভাষা প্রযুক্তিবিদ সমর মাইকেল সরেন, নবাই বটতলা ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ফাদার আরতুরো স্পেজিয়ালে পিমে, পাহাড়িয়া পরিষদের নির্বাহী পরিচালক অভিলাষ বিশ্বাস, আদিবাসী ভাষা বিশেষজ্ঞ মৃদুল সাংমা প্রমুখ।
এই কী-বোর্ড তৈরিতে মূখ্য ভূমিকা রাখেন ক্ষুদ্র নৃগোষ্ঠী ভাষা প্রযুক্তিবিদ সমর মাইকেল সরেন। তিনি ইউনেস্কোর ইন্টারন্যাশনাল ডেকেট অব ইনডিজিনাস ল্যাংগুয়েজেস (আইডিআইএল) প্রোগ্রামের বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কর্মরত। তিনি জানান, পাহাড়িয়া কী-বোর্ড এখন থেকে যে কোনো কম্পিউটারে ব্যবহার করা যাবে। পাশাপাশি এটি ইউনিকোড হওয়ায় অনলাইনেও ব্যবহার করা যাবে। এটি বিনা মূল্যে সবার জন্য উন্মুক্ত।
রাজশাহীর পাহাড়িয়া জাতিগোষ্ঠীর মাতৃভাষার কী-বোর্ড তৈরি করেছে ফ্রেন্ডস অব এন্ডেঞ্জার্ড এথনিক ল্যাংগুয়েজেস (ফিল) নামের একটি সংগঠন।
রাজশাহীতে পাহাড়িয়া জাতিগোষ্ঠীর প্রায় ২০ হাজার মানুষের বাস। আজ শনিবার সকালে তাই রাজশাহীতে ‘মালত সাবা’ নামের এই কী-বোর্ডের উদ্বোধন করা হয়।
সংগঠনটি ক্ষৃদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের ডিজিটাল টুল তৈরিতে কাজ করছে। এ পর্যন্ত ১৬টি ভাষার ডিজিটাল টুল তৈরি করেছে তারা। এবার পাহাড়িয়া ভাষার কী-বোর্ড তৈরি করল ফিল। এই কী-বোর্ড ব্যবহার করে কম্পিউটারে লেখা যাবে। ইউনিকোর্ড হওয়ায় এটি ব্যবহার করা যাবে অনলাইনেও।
বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি মিলনায়তনে ‘নৃগোষ্ঠীর মাতৃভাষা চর্চার প্রতিবন্ধকতা ও উত্তোরণে করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভা আয়োজন করা হয়। সভা শেষে এ কী-বোর্ডের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার ও একাডেমির নির্বাহী পরিষদের সভাপতি ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
কালচারাল একাডেমি ও পাহাড়িয়া পরিষদ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে পাহাড়িয়া ভাষার গুরুত্ব তুলে ধরে বিভাগীয় কমিশনার বলেন, ‘মানুষের সাথে প্রকৃতির সম্পর্ক তৈরি করতে ভাষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আজ থেকে পাহাড়িয়া ভাষাটি দক্ষিণ এশিয়ার নবীনতম ভাষা হিসেবে ডিজিটাল যুগে প্রবেশ করল। পাহাড়িয়া মাতৃভাষার কী-বোর্ডটি বিশ্বের ২৯৫ তম কী-বোর্ড হিসেবে স্বীকৃতি পেল। বিশ্বের দরবারে ভবিষ্যৎ তরুণ প্রজন্মকে পাহাড়িয়া ভাষার সাথে পরিচিত করতে এই কী-বোর্ড সহযোগিতা করবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালচারাল একাডেমির উপ-পরিচালক বেনজামিন টুডু। ইন্সট্রাক্টর মানুয়েল সরেন এতে সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একাডেমির নির্বাহী সদস্য আকবারুল হাসান মিল্লাত, মিসেস শেলী প্রিসিল্লা বিশ্বাস, আদিবাসী ভাষা প্রযুক্তিবিদ সমর মাইকেল সরেন, নবাই বটতলা ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ফাদার আরতুরো স্পেজিয়ালে পিমে, পাহাড়িয়া পরিষদের নির্বাহী পরিচালক অভিলাষ বিশ্বাস, আদিবাসী ভাষা বিশেষজ্ঞ মৃদুল সাংমা প্রমুখ।
এই কী-বোর্ড তৈরিতে মূখ্য ভূমিকা রাখেন ক্ষুদ্র নৃগোষ্ঠী ভাষা প্রযুক্তিবিদ সমর মাইকেল সরেন। তিনি ইউনেস্কোর ইন্টারন্যাশনাল ডেকেট অব ইনডিজিনাস ল্যাংগুয়েজেস (আইডিআইএল) প্রোগ্রামের বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কর্মরত। তিনি জানান, পাহাড়িয়া কী-বোর্ড এখন থেকে যে কোনো কম্পিউটারে ব্যবহার করা যাবে। পাশাপাশি এটি ইউনিকোড হওয়ায় অনলাইনেও ব্যবহার করা যাবে। এটি বিনা মূল্যে সবার জন্য উন্মুক্ত।
গত ২৮ জুলাই নাট্যকলা বিভাগের শিক্ষক নিয়োগের লিখিত, মৌখিক ও প্রেজেন্টেশন পরীক্ষায় তারা উত্তীর্ণ হন। পরে নিয়ম অনুযায়ী ডোপ টেস্টে অংশ নিলে দুজনের শরীরে গাঁজা জাতীয় মাদকের উপস্থিতি মেলে।
২ মিনিট আগেমুফিজুল হক সিকদার দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। শুক্রবার (৮ আগস্ট) আসরের নামাজের পর রাউজান উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নের ফতেহনগর গ্রামের ফতেহ মোহাম্মদ সিকদার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
৭ মিনিট আগেসুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থীসহ ৩ জনের প্রাণ কেড়ে নেওয়া ঘাতক বাসচালককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব। বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাকির আলম (৩৫) সিলেটের বিশ্বনাথের...
১ ঘণ্টা আগেমাদারীপুর সদর, রাজৈর, কালকিনি, শিবচর ও ডাসার উপজেলায় কাগজে-কলমে ১৭টি নদনদী থাকলেও বর্তমানে দৃশ্যমান ১০টি। এর মধ্যে পদ্মা, পালরদী, আড়িয়াল খাঁ, ময়নাকাটা, বিষারকান্দি ও কুমার নদ উল্লেখযোগ্য। এসব নদনদী ঘিরে জেলার ৫ উপজেলায় ৩৪টি স্লুইস গেট নির্মাণ করা হয়েছিল। এর মধ্যে ২৯টি পুরোপুরি অকেজো, আর বাকি ৫টিও
১ ঘণ্টা আগে