মুয়াজ্জিনের সচেতনতায় রক্ষা পেল বাজার
বরগুনার পাথরঘাটায় পূর্ববাজার জামে মসজিদের মুয়াজ্জিন হাবিবুর রহমানের সচেতনতায় আগুন থেকে রক্ষা পেল বাজার। স্থানীয় লোকজন জানান, হাবিবুর রহমান যদি মসজিদের মাইকে আগুনের সংবাদ না জানাতেন, তাহলে পাথরঘাটা বাজার ও আবাসিক ঘর পুড়ে ছাই হয়ে যেত।