Ajker Patrika

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: এক দিন পর ১১ ট্রলারসহ ১৪৪ জেলে উদ্ধার

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৩৯
বঙ্গোপসাগরে ট্রলারডুবি: এক দিন পর ১১ ট্রলারসহ ১৪৪ জেলে উদ্ধার

বরগুনার পাথরঘাটা থেকে দক্ষিণে বঙ্গোপসাগর ও সুন্দরবনসংলগ্ন এলাকায় ডুবে যাওয়া ১১টি ট্রলারসহ ১৪৪ জেলেকে উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে ট্রলারগুলো উদ্ধার করা হয়। এর আগে গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সুন্দরবনসংলগ্ন বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় ঝড়ের কবলে পড়ে প্রায় ২৫টি মাছ ধরার ট্রলার ডুবে যায়।

জানা যায়, শুক্রবার রাতের আকস্মিক ঝড়ে বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় ১৮টি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা অধিকাংশ জেলে সাঁতরে নিরাপদ স্থানে যান। তার পরও বেশ কয়েকজন জেলে নিখোঁজ হন। গতকাল শনিবার সকাল থেকে জেলে, বন বিভাগ, কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেন। পরে সন্ধ্যার দিকে দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত জেলে মামুন শেখের বাড়ি বাগেরহাটের চিতলমারীতে। তিনি এফবি মা-বাবার দোয়া নামক ট্রলারে ছিলেন। অপর জেলে ইসমাইল শেখের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়ায়। তিনি এফবি জামিলা নামক ট্রলারে ছিলেন। হঠাৎ ট্রলার উল্টে যাওয়ায় মামুন ও ইসমাইল পাটাতনের মধ্যে ঢুকে যান। নিহতদের মরদেহ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এ বিষয় কোস্ট গার্ডের পশ্চিম জোনের নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, ‘আমাদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। গতকাল সন্ধ্যায় দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।’ 

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ট্রলারডুবির ঘটনার পর বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি ও দুবলারচর ফিশারম্যান গ্রুপের সমন্বয়ে শতাধিক ট্রলার ও নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য সাগরে রয়েছে। এখনো অনেক জেলে ও ট্রলার নিখোঁজ আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত